করোনা পরবর্তী সময়ে ইতোমধ্যে অনুশীলনে ফিরেছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের ক্রিকেটারা। ৮ জুলাই থেকে মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটও। এবার অনুশীলনে ফিরলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। মিলেছে সরকারের অনুমতিও।
করোনা পরবর্তী সময়ে তিন দলের একটি ম্যাচ দিয়ে পরীক্ষামূলকভাবে মাঠে ক্রিকেটারদের ফেরানোর চিন্তা ভাবনা করেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। তবে সরকারের আপত্তিতে তা মাঠে ফেরানো হয়নি। এবার সরকারের মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়েই ক্রিকেটারদের অনুশীলনে ফেরার অনুমতি দল সিএসএ।
সোমবার (২৯ জুন) ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২৬ জুন) ক্রীড়া, কলা ও সংস্কৃতি মন্ত্রী নাথি মেথেথার অনুমোদনের পরে হাই-পারফরম্যান্স প্রশিক্ষণ দলটি সোমবার (২৯ জুন) আনুষ্ঠানিকভাবে অনুশীলনে ফিরেছে।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খেলোয়াড়রা তাদের ফ্র্যাঞ্চাইজি দলগুলোর অধীনে তাদের কোচদের সমন্বয়ে ক্ষুদ্র অনুশীলন দলে বিভক্ত হয়ে অনুশীলন করবে। এই অধিবেশনগুলো সিএসএ’র কোভিড-১৯ স্টিয়ারিং কমিটি দ্বারা নির্ধারিত গাইডলাইন অনুসারে হবে এবং স্বাস্থ্য বিভাগের একটি বাহিনী ন্যাশনাল ইনস্টিটিউট অফ কমিউনিকেশন ডিজিজ (এনআইসিডি) দ্বারা অনুমোদিত হবে।’
সিএসএ’র চিফ মেডিকেল অফিসার শুয়েব মঞ্জরার বরাত দিয়ে বলা হয়েছে, ‘আমরা এনআইসিডি'র সাথে জড়িত হয়েছি, যারা আমাদের প্রোটোকল নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমাদের প্রতিরোধ কার্যক্রমে খেলোয়াড়দের নিয়মিত পরীক্ষার পাশাপাশি কর্মীদেরও পরীক্ষা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ব্যবস্থা এবং একটি স্যানিটাইজড ইকোসিস্টেম তৈরির বিষয়ে পূর্বাভাস দেওয়া হয়।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]