ইংল্যান্ড সফরে দেশ ছাড়লো ‘করোনা মুক্ত’ পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৪ এএম, ২৯ জুন ২০২০
ইংল্যান্ড সফরে দেশ ছাড়লো ‘করোনা মুক্ত’ পাকিস্তান ক্রিকেট দল

ছবি : পাকিস্তান ক্রিকেট বোর্ড

প্রাণঘাতি করোনাকে হার মানিয়ে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গেল পাকিস্তান ক্রিকেট দল। পূর্ব নির্ধারিত দিনেই রোববার (২৮ জুন) বিশেষ বিমানে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাকিস্তান ছেড়েছে ‘করোনা মুক্ত’ পাকিস্তানের ২০ সদস্যের দল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। টুইট বার্তায় বিমানের ভেতরের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে বলা হয়, ‘পাকিস্তান দল ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে।’

প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝে একের পর এক সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় পাকিস্তানের ইংল্যান্ড সফর নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। এছাড়া পাকিস্তানের পূর্বের ঘোষিত ২৯ জনের স্কোয়াডের ১০ জনই করোনা আক্রান্ত হয়েছেন। তবে শেষ পর্যন্ত পজিটিভদের রেখে নতুন করে ২০ সদস্যের ‘করোনা মুক্ত’ দল নিয়ে ইংল্যান্ড গেল পাকিস্তান।

ইংল্যান্ড সফরে যাওয়া পাকিস্তান ক্রিকেট দলের সবাইকে দু’দফা করোনা পরীক্ষা দিতে হয়েছে। দুই পরীক্ষায় যারা ‘করোনা মুক্ত’ বলে প্রমাণিত হয়েছেন তাদেরকেই সফরে যুক্ত করা হয়েছে।

এদিকে ইংল্যান্ডে পৌঁছেও ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে আজহার-বাবরদের। এরপর সেখানে আবারও করোনা পরীক্ষা দিয়ে ডার্বিশায়ারের দ্য ইনকোরা কাউন্টি গ্রাউন্ডে নিজেদের প্রস্তুতি সারবে সফরকারীরা। নিজেদের মধ্যে ৪ দিনের দুইটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের ২০ জনের স্কোয়াড
আজাহার আলী (টেস্ট অধিনায়ক), বাবর আজম (টেস্ট সহ-অধিনায়ক এবং টি-টোয়েন্টি অধিনায়ক), আবিদ আলী, ইমাম-উল-হক, শান মাসুদ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান শিনওয়ারী, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, মুসা খান ও রোহেল নাজির।

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের সূচি

টেস্ট সিরিজ
প্রথম টেস্ট : ৫-৯ আগস্ট, ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড
দ্বিতীয় টেস্ট : ১৩-১৭ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল
তৃতীয় টেস্ট : ২১-২৫ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল।

টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি : ২৯ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল
দ্বিতীয় টি-টোয়েন্টি : ৩১ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল
তৃতীয় টি-টোয়েন্টি : ২ সেপ্টেম্বর, সাউদাম্পটনের এজ বোল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

হাফিজ-করোনা-পিসিবি : পজিটিভ-নেগেটিভ খেলা

হাফিজ-করোনা-পিসিবি : পজিটিভ-নেগেটিভ খেলা

করোনা পজিটিভ ক্রিকেটারদের সহায়তা করছে না পিসিবি

করোনা পজিটিভ ক্রিকেটারদের সহায়তা করছে না পিসিবি

ভারত বিশ্বকাপে লিখিত নিশ্চয়তা চায় পাকিস্তান

ভারত বিশ্বকাপে লিখিত নিশ্চয়তা চায় পাকিস্তান

নির্ধারিত সময়েই এশিয়া কাপ, তবে পাকিস্তানে নয়

নির্ধারিত সময়েই এশিয়া কাপ, তবে পাকিস্তানে নয়