পিসিবিকে ঝামেলায় ফেলেছে হাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৭ জুন ২০২০
পিসিবিকে ঝামেলায় ফেলেছে হাফিজ

ইংল্যান্ড সফরের আগে খেলোয়াড়দের দু’বার করোনা পরীক্ষার সিদ্বান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইতোমধ্যে প্রথম ধাপে খেলোয়াড় ও কর্মকর্তার্তাসহ সাপোর্টিং স্টাফদের পরীক্ষা সম্পন্ন হয়েছে। যেখানে ১০ জন খেলোয়াড় ও একজন সাপোর্ট স্টাফের পজিটিভ এসেছে।

প্রথম ধাপের পরীক্ষায় পজিটিভ আসা ১০ জন খেলোয়াড়ের মধ্যে দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজও রয়েছেন। তবে পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগতভাবে করোনা পরীক্ষায় হাফিজের নেগেটিভ এসেছে। সেই রিপোর্ট আবার টুইটারে আপলোডও করেছেন হাফিজ। তাতেই সমালোচনায় পড়েছে পিসিবির করোনা পরীক্ষা।

হাফিজের এমন কার্যকলাপ মোটেও ভালো চোখে দেখছে না পিসিবি। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান একটি ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, হাফিজ আবারও বোর্ডের প্রটোকল ভেঙেছেন।

তিনি বলেন, ‘আমরা হাফিজের সাথে কথা বলেছি এবং যেভাবে পুরো ব্যাপারটি সে ঘটিয়েছে তাতে আমাদের হতাশার কথা তাকে পরিষ্কার করেছি। ব্যক্তিগতভাবে পরীক্ষা করানোর পুরো অধিকার তার আছে। তবে এর আগে আমাদের সাথে কথা বলে নেওয়া উচিত ছিল।’

তিনি আরও বলেন, ‘সে কী করতে চাইছে, সেটি জানানো প্রয়োজন ছিল। কারণ, এটির সাথে ক্রিকেট বোর্ড জড়িত। কিন্তু আমাদের না জানিয়ে সে বড় ভুল করেছে। সে আমাদের জন্য ঝামেলা তৈরি করেছে।’

ওয়াসিম খানের অভিযোগ, ব্যক্তিগতভাবে করোনা পরীক্ষা করতে পারলেও সেই রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে নিয়ম ভঙ করেছেন হাফিজ।

তিনি বলেন, ‘সে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই ঠিকই, তবে পাকিস্তান দলে নির্বাচিত একজন খেলোয়াড়। খেলোয়াড়দের জন্য বোর্ডের তৈরি করা নিয়ম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের নিয়ম মানতে বাধ্য সে এবং সকলে। তার নিয়ম ভাঙার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। কারণ, তার এমন কার্যকলাপ আমাদের বড় ধরনের সমস্যায় ফেলেছে।’

চলতি মাসের ২৮ জুন ইংল্যান্ড সফরের জন্য দেশ ছাড়বে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে পৌঁছে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকবেন বাবর-আজহাররা। ইংল্যান্ডেও পাকিস্তানের খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষা করা হবে। কোয়ারেন্টাইন শেষে অনুশীলনের ফিরবে তারা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বিদায় নিতে চান হাফিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বিদায় নিতে চান হাফিজ

নির্ধারিত সময়েই এশিয়া কাপ, তবে পাকিস্তানে নয়

নির্ধারিত সময়েই এশিয়া কাপ, তবে পাকিস্তানে নয়

ভারত বিশ্বকাপে লিখিত নিশ্চয়তা চায় পাকিস্তান

ভারত বিশ্বকাপে লিখিত নিশ্চয়তা চায় পাকিস্তান

পাকিস্তানের ১০ ক্রিকেটার করোনা আক্রান্ত

পাকিস্তানের ১০ ক্রিকেটার করোনা আক্রান্ত