আইসিসির বাউন্সার আইনেও ‘বর্ণবাদ’ দেখছেন স্যামি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩২ এএম, ২৭ জুন ২০২০
আইসিসির বাউন্সার আইনেও ‘বর্ণবাদ’ দেখছেন স্যামি

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবিদ্বেষ নিয়ে উত্তাল সারা বিশ্ব। টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামিও সরব হয়েছেন ক্রিকেটে বর্ণবিদ্বেষ নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার তিনি ক্রিকেটে বহুল প্রচলিত বাউন্সার দেওয়ার নিয়মেও বর্ণবৈষম্য খুঁজে পেয়েছেন।

‘ফায়ার ইন ব্যাবিলন’ নামে এক তথ্যচিত্রের এমন মন্তব্য করেছেন স্যামি। তার মতে, ক্যারিবিয়ান বোলারদের দাপট কমানোর উদ্দেশ্যেই বাউন্সারে বিধি-নিষেধ জারি করা হয়েছিল।

১৯৭০-৮০ সালের বিধ্বংসী ওয়েস্ট ইন্ডিজ দলের দাপটের ছবি আছে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার জেফ টমসন-ডেনিস লিলি এবং অন্যরাও জোরে বল করতো, ব্যাটসম্যানদের আহত করতো। কিন্তু যেই একটা কালো দল বিধ্বংসী হয়ে উঠলো, তখনই বাউন্সারের নিয়ম চালু হয়।’

স্যামি বলেন, ‘আমার কাছে এটা হলো কৃষ্ণাঙ্গ একটা দলের সাফল্যকে আটকে দেওয়ার প্রচেষ্টা। আমার ভুল হতেই পারে, তবে আমি এভাবেই দেখছি। আর এটা করা উচিত হয়নি।’

১৯৯১ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রত্যেক ওভারে ব্যাটসম্যানকে একটা বাউন্সার দেওয়ার নিয়ম চালু করেছিল। তবে সেই নিয়ম ক্রিকেটার-আম্পায়াররা ভালোভাবে না নেওয়ায় ১৯৯৪ সালে আইসিসি ওভারপ্রতি দুটি বাউন্সারের নিয়ম চালু করে। নিয়ম ভাঙলে পেনাল্টি ছিল দুই রান।

২০০১ সালে ওয়ানডে ক্রিকেটে ওভারপ্রতি একটা বাউন্সারের নিয়ম চালু হয়। নিয়ম ভাঙলে নো-বল হিসেবে এক রান পেত ব্যাটিং দল। তবে ২০১২ সালে সেটি দাঁড়ায় ওভারপ্রতি দু‌ই বাউন্সারে। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ওভারে দুটির বেশি বাউন্সার দেওয়া যাবে না। আর টি-টোয়েন্টিতে ওভারপ্রতি একটার বেশি বাউন্সার দেওয়ার নিয়ম নেই।

স্যামি বলেন, ‘হাঁটু গেড়ে ঘাড়ে পা দিয়ে চেপে থাকার ঘটনা অনেক কিছু মনে করাচ্ছে। এভাবেই ভাগ্যহীনদের শোষণ করছেন ক্ষমতাধররা।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বর্ণবাদকে না বলুন : মুশফিক

বর্ণবাদকে না বলুন : মুশফিক

তিরস্কার নয়, ভালোবেসে স্যামিকে কালু ডাকা হতো

তিরস্কার নয়, ভালোবেসে স্যামিকে কালু ডাকা হতো

যুদ্ধ নয়, আমরা কেবল শ্রদ্ধা ও সমতা চাই : ব্রাভো

যুদ্ধ নয়, আমরা কেবল শ্রদ্ধা ও সমতা চাই : ব্রাভো

বর্ণবাদের বিরুদ্ধে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বর্ণবাদের বিরুদ্ধে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স