দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার আলফনসো থমাসকে জাতীয় দলের বোলিং কোচ নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
২০০৭ সালে ওয়ান্ডারার্সে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়া দলের হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছেন থমাস। তবে ইংল্যান্ডে সমারসেটের হয়ে বেশ কয়েক বছর খেলা এ পেসার ইংলিশ কাউন্টি ক্রিকেটে নিজকে একজন কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সিমিত ওভারে একজন বিশেষজ্ঞ ডেথ বোলার হিসেবে পরিচিতি পাওয়া ৪১ বছর বয়সী এ খেলোয়াড় বাংলাদেশ পিমিয়ার লিগ (বিপিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং বিগ ব্যাগ লিগে (বিবিএল) খেলেছেন। ক্যারিয়ারে মোট ২৬৩ উইকেট শিকার করে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে সফল বোলার হিসেবে নবম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
সিডব্লিউআই ডিরেক্টর জিমি এডামস বলেছেন, ‘দলের পারফরমেন্সের উন্নতিই আমাদের লক্ষ্য। আমরা জানি এ বছর আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ও টুর্নামেন্ট আছে। আমি নিশ্চিত এ নিয়োগ এ বছর এবং ভবিষ্যত পরিকল্পনায় ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য সহায়ক হবে।’
উল্লেখ্য, আগামী মাসে জিম্বাবুয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ।