বীমার অর্থ পেতে ইনজুরির ভিডিও প্রকাশ করলো স্টার্ক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫১ এএম, ২৩ জুন ২০২০
বীমার অর্থ পেতে ইনজুরির ভিডিও প্রকাশ করলো স্টার্ক

লন্ডনভিত্তিক ইনস্যুরেন্স কোম্পানী লয়েডে বীমা করেছিলেন অস্ট্রেলিয়ার বাঁ’হাতি পেসার মিচেল স্টার্ক। নিয়ম অনুযায়ী, যদি ইনজুরির কারণে খেলতে না পারেন তাহলে বীমা থেকে ১২ কোটি টাকা পাওয়ার কথা ছিল তার। ইনজুরিতে পড়ে খেলতে না পারার পরও টাকা দেয়নি ইনস্যুরেন্স কোম্পানীটি।

ইনজুরির কারণে গত বছরের আইপিএলে খেলতে পারেননি স্টার্ক। তাই বীমা করা ওই অর্থ আদায়ের জন্য এতোদিন ধরে চাপ দিয়ে আসছিলেন লন্ডনভিত্তিক ইনস্যুরেন্স কোম্পানি লয়েডেকে। কিন্তু তাতে কোন কাজ হয়নি। এখনও সেই অর্থ বুঝে পাননি এই পেসার।

নিয়ম অনুযায়ী, হঠাৎ এবং অপ্রত্যাশিত চোট পেলে বীমার টাকা দেওয়া হবে স্টার্ককে। কিন্তু বীমা কোম্পানির দাবি, চুক্তির আগে ইনজুরি ছিল তার। সেই পুরনো ইনজুরি স্টার্ককে সমস্যা ফেলেছে। তাই গত বছর এপ্রিলে ওই বীমা কোম্পানির বিরুদ্ধে মামলা করতে বাধ্য হন স্টার্ক। ভিক্টোরিয়া আদালতে মামলা করেছেন তার আইনজীবী মিলস ওকলি।

আইপিএল শুরু আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সিরিজে ইনজুরিতে পড়েছিলেন স্টার্ক। তাই ইনজুরির কারণে গত আইপিএলে খেলতে পারেননি তিনি। দীর্ঘদিন পরও যখন মামলার কোন সুরাহা হচ্ছে না, তখন ফক্স স্পোর্টসের দু’টি ভিডিও ফুটেজও ওই বীমা কোম্পানীতে জমাও দেন স্টার্ক। খেলা চলাকালীন কীভাবে ইনজুরিতে পড়েন স্টার্ক, ভিডিওতে তাই আছে।

ভিডিও পেয়েও গুরুত্ব দিচ্ছে না ওই বীমা কোম্পানী। তারা জানায়, ১ মিনিট ৩৭ সেকেন্ড ও ৭ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিও দু’টি নিয়ে পর্যালোচনা করার সময় পাওয়া যায়নি। আগামী ১২ আগস্ট আবারও মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট অস্ট্রেলিয়ার নারী সিইও চান পেরি

ক্রিকেট অস্ট্রেলিয়ার নারী সিইও চান পেরি

লাবুশানকে ধরে রাখলো গ্লামোরগান

লাবুশানকে ধরে রাখলো গ্লামোরগান

টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার চিন্তা করছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার চিন্তা করছে আইসিসি

বিশ্বকাপ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিসিসিআই

বিশ্বকাপ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিসিসিআই