মানুষ মাত্রই ভুল হয় : আম্পায়ার বাকনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৬ এএম, ২২ জুন ২০২০
মানুষ মাত্রই ভুল হয় : আম্পায়ার বাকনার

ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে দু’বার ভুল আউট দিয়েছিলেন বলে স্বীকার করলেন জ্যামাইকার আম্পায়ার স্টিভ বাকনার। ১১ বছর আগে ক্রিকেটে আম্পায়ারিং পেশা থেকে অবসর নেন বর্তমানে ৭৪ বছর বয়সী বাকনার। ক্রিকেট থেকে সরে যাওয়ার দীর্ঘদিন পর নিজের ভুল স্বীকার করলেন এক সময়ের বিখ্যাত এই আম্পায়ার।

স্থানীয় একটি রেডিওতে সাক্ষাৎকার দেওয়ার সময় টেন্ডুলকার প্রসঙ্গ আসতেই বাকনার পুরনো স্মৃতির ভান্ডার খুলে বসেন। তিনি জানান, টেন্ডুলকারকে দু’বার ভুল আউট দিয়েছিলেন। একবার ২০০৩ সালের গ্যাবা টেস্টে আর একবার ২০০৫ সালে কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের বিপক্ষে।

বাকনার বলেন, ‘আমার আম্পায়ারিং জীবনে টেন্ডুলকারকে দু’বার ভুল আউট দিয়েছিলাম। অস্ট্রেলিয়ার গ্যাবায় জেসন গিলেস্পির বল টেন্ডুলকারের পায়ে লাগায় এলবিডব্লু দিয়েছিলাম। পরে রিপ্লেতে দেখা যায়, বল উইকেটের উপর দিয়ে চলে যাচ্ছিল। দ্বিতীয়বার ভারতের ইডেন গার্ডেনসে পাকিস্তানের আবদুর রজ্জাকের বলে টেন্ডুলকারকে আউট দিয়েছিলেন। কট বিহাইন্ডের সেই সিদ্ধান্তটি ভুল ছিল।’

‘বল ব্যাটের পাশ দিয়ে চলে যায়। ইডেনে খেলা থাকলে এবং ভারত ব্যাট করলে কিছুই শুনতে পাওয়া যায় না। কারণ এক লক্ষ দর্শক চিৎকার করতে থাকে। আর ওই দিন মনে হয় আরও বেশি দর্শক মাঠে ছিল। শুনতে না পেয়ে টেন্ডুলকারকে সেদিন ভুল আউট দিয়েছিলাম। পরে নিজেরই খারাপ লেগেছিল। তবে মানুষ মাত্রই ভুল হয়। আমি তো ইচ্ছা করে ভুল আউট দেয়নি।’

আম্পায়ার হিসেবে এক সময়ে দারুণ সুনাম ছিল বাকনারের। তার সময়ে বেশ সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হতো। কেননা সে সময় প্রযুক্তির ব্যবহার ছিল না। নিজের বিচারবুদ্ধি এবং বিচক্ষণতার উপরে সিদ্ধান্ত নিতে হতো আম্পায়ারদের। বর্তমান যুগের মতো হলে যেকোন সিদ্ধান্ত নিতে খুব বেশি চিন্তা করতে হতো না বলে জানান বাকনার।

তিনি বলেন, ‘ওই সময় প্রযুক্তির ব্যবহার কম ছিল। শুধুমাত্র রান আউট বা স্টাম্পিংএর সিদ্ধান্ত টিভিতে নেওয়া যেত। কিন্তু এখন অনেক সিদ্ধান্তই প্রযুক্তির মাধ্যমে নেওয়া যায়। ওই সময় প্রযুক্তি থাকলে, সিদ্ধান্ত নিতে এত চিন্তা-ভাবনা করতে হতো না।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পেস আক্রমণ পরিবর্তনের প্রয়োজন দেখছেন না গ্যাব্রিয়েল

পেস আক্রমণ পরিবর্তনের প্রয়োজন দেখছেন না গ্যাব্রিয়েল

নিজেকে ফিরে পেতে হেইন্সের শরণাপন্ন ব্র্যাথওয়েট

নিজেকে ফিরে পেতে হেইন্সের শরণাপন্ন ব্র্যাথওয়েট

ইংল্যান্ড সফরে নিজেকে ফিরে পেতে চান শাই হোপ

ইংল্যান্ড সফরে নিজেকে ফিরে পেতে চান শাই হোপ

খেলার মাঠে আর্চারের সাথে কোনো বন্ধুত্ব নেই : রোচ

খেলার মাঠে আর্চারের সাথে কোনো বন্ধুত্ব নেই : রোচ