২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির ধারণা ছিল ভারতীয় ক্রিকেটে দুর্নীতি কমে আসবে। তবে তা হয়নি, ক্রমান্বয়ে আরও বেড়ে চলেছে। যার জন্য ভারতের ফৌজদারি আইনকে দুষছেন আকসুর তদন্ত সমন্বয়ক স্টিভ রিচার্ডসন। এটিকে অপরাধ বলে গণ্য না করায় ফিক্সিংয়ের প্রকোপ বেড়েই চলছে।
আইসিসির চলমান ৫০টি ম্যাচ ফিক্সিংয়ের তদন্তে দেখা গেছে, এর অধিকাংশই ভারত সংশ্লিষ্ট। ক্রিকেট বিশ্বের বৃহত্তম দেশটি নিয়ে এমনই এক বিস্ফোরক তথ্য দিয়েছেন আকসুর তদন্ত সমন্বয়ক স্টিভ রিচার্ডসন।
তদন্তে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন, জুয়াড়িদের চোখ এখন আন্তর্জাতিক ক্রিকেট ছাপিয়ে ঘরোয়া লিগগুলোতে।
স্পোর্টস ল অ্যান্ড পলিসি বিষয়ক এক অনলাইন সেমিনারে শনিবার (২০ জুন) স্টিভ রিচার্ডসন বলেন, ‘আমরা ৫০টি ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা তদন্ত করছি। এর বেশির ভাগই ভারত সংশ্লিষ্ট।’
তিনি আরও বলেন, ‘খেলোয়াড়েরা হলো এই ফিক্সারদের শেষ গন্তব্য। মূল সমস্যা হলো যারা এই অপরাধের আয়োজক, যারা খেলোয়াড়দের টাকা দিচ্ছে, যারা কি-না খেলার বাইরে থাকে। আমি এই মুহূর্তে এমন আটজনের নাম ভারতের পরিচালনা সংস্থার কাছে দিতে পারি যারা কি-না নিয়মিত খেলোয়াড়দের বিপথে টেনে নিচ্ছে।’
করোনাভাইরাস মহামারীর কারণে ভারতীয় থমকে আছে ভারতের রাজ্যভিত্তিক লিগগুলো। অনেকগুলোর সময়ও পার হয়ে গেছে। এর মধ্যে কর্নাটক প্রিমিয়ার লিগ (কেপিএল) বাতিল করা হয়েছে। এ লিগে বেশ কয়েকজন খেলোয়াড় ও একটি দলের মালিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের আকসু প্রধান অজিত সিং বলেন, ‘কেপিএল’র ঘটনা নিয়ে পুলিশ আংশিক তদন্ত প্রতিবেদন নিয়েছে। প্রমাণাদিগুলো আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি। দুর্নীতি দমন প্রতিষ্ঠান হিসেবে বাইরের অংশগ্রহণকারীরে ধরা নিয়ে আমাদের খুব বেশি কিছু করার নেই।’
ভারতীয় জুয়াড়িদের প্রকোপ বেড়ে চলার কারণ হিসেবে রিচার্ডসন বলেন, ভারতে ম্যাচ ফিক্সিং ফৌজদারি আইনে অপরাধ বলে গণ্য না হলে দুর্নীতি কমবে না। শ্রীলঙ্কা প্রথম দেশ হিসাবে ম্যাচ ফিক্সিং রুখতে কড়া আইন প্রণয়ন করেছে। অস্ট্রেলিয়াও এই ব্যাপারে যথেষ্ট কড়া। কিন্তু ভারতে এখনও আইনে বদল হয়নি। তাই এখানে জুয়াড়িদের অবাধ বিচরণ। ধরা পড়লেও শাস্তির মেয়াদ কম। ফলে মুক্তি পেয়ে আবার একই কাজ করে জুয়াড়িরা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]