‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’ ভোলেনি বাঙালি জাতি। একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চির ভাস্বর একটি দিন। ১৯৫২ সালে এই দিনে মাতৃভাষা বাংলার জন্য বুকে রক্ত দিয়েছিলেন ভাষা সৈনিকরা। প্রাণ দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর জব্বাররা। সেই সব ভাষা শহীদদের গভীরভাবে শ্রদ্ধা জানিয়েছেন সাকিব, মাশরাফি ও মুশফিকসহ অন্যান্য খেলোয়াড়রা।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি লিখেন,‘সকল ভাষা সৈনিকদের জানাই বিনম্র শ্রদ্ধা।’ সঙ্গে তার একটি ছবিও পোস্ট করেছেন। যেখানে লেখা রয়েছে, ‘মাতৃভাষা বুকে নিয়ে খেলি বিশ্বজুড়ে।’
টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই পোস্ট করেন। তিনি লিখেন, ‘বাংলা, আমাদের মাতৃভাষা, আমাদের গর্ব, আমাদের অস্তিত্বের এক অপরিহার্য অংশ! ভাষা সৈনিকদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই ভাষাই বাঙালি জাতিকে যোগায় সকল বিপত্তিকে পিছে ফেলে সামনে ছুটে চলার প্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি জানাই সকল ভাষা শহীদদের।’
সঙ্গে শহীদ মিনার সম্বলিত একটি পোস্টা দেয়ালে টাঙানো অবস্থায় ছবি পোস্ট করেছেন। যেখানে লিখা রয়েছে, ‘রক্তের বিনিময়ে অর্জিত এই ভাষা হোক বাঙালির এগিয়ে চলার সঞ্জীবনী শক্তি।’
সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তার আইডিতে লিখেন, ‘আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস আমাদের জন্য একটি বিশেষ দিন। এই দিনে আমরা আমাদের প্রিয় ভাষা বাংলাকে আমাদের মাতৃভাষা হিসেবে অর্জন করতে পেরেছি। আর এই বিশাল অর্জনের পিছনে ছিল বাঙালির প্রাণ বিসর্জন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই মহান ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
টাইগার ওপেনার তামিম ইকবাল লিখেছেন, ‘জীবন দিয়ে যারা বাংলাকে আমাদের মাতৃভাষা রূপে এনে দিয়েছেন সে সকল মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।’
পিএসএল খেলতে এ মুহূর্তে দুবাইতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি!’
টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রাণের ভাষার জন্য আত্মত্যাগকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও তাহাদের রুহের মাগফেরাত কামনা করছি।’