বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাশরাফির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি স্পোর্টসমেইল২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শরীরে জ্বর থাকায় শুক্রবার (১৯ জুন) করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মাশরাফি। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। শনিবার (২০ জুন) রিপোর্টে জানানো হয় মাশরাফি করোনা পজেটিভ।
বর্তমানে মাশরাফি শারীরিকভাবে সুস্থ আছেন। হাসপাতালে ভর্তি না হয়ে আপাতত ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
প্রাণঘাতি করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকেই এলাকার মানুষের সহায়তার জন্য কয়েক দফা নড়াইল গিয়েছিলেন মাশরাফি। সর্বশেষ নড়াইল থেকে ঢাকায় ফিরে পরিবারের সদস্যদের থেকে আলাদা থেকে কোয়ারেন্টিন পালন করেন মাশরাফি। দুই সপ্তাহ কোয়ারেন্টিন পালন শেষে বাসায় ফিরেন। এরপর খুব একটা বাইরে না গেলেও ভাইরাস থেকে রক্ষা পেলেন না মাশরাফি।
এর আগে মাশরাফির শাশুড়ি ও স্ত্রীর বোন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা। তবে তাদের সংস্পর্শে যাননি মাশরাফি। অন্য কোনভাবে তিনি আক্রান্ত হয়েছেন তবলে ধারণা করা হচ্ছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]