ক্রিকেট অস্ট্রেলিয়ার নারী সিইও চান পেরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৩ এএম, ২০ জুন ২০২০
ক্রিকেট অস্ট্রেলিয়ার নারী সিইও চান পেরি

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী পদে থাকা কেভিন রবার্টসের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয় নিক হকলিকে। ক্রিকেট বোর্ডের জন্য সিইও হিসেবে স্থায়ী একজনকে খুঁজছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যেখানে ইতোমধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসকে নিয়ে।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের পেস বোলিং অলরাউন্ডার অ্যালিস পেরি মনে করেন, অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোন নারীকে স্থায়ী সিইও হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে, তার জন্য প্রস্তুতও আছে।

তিনি জানিয়েছেন, সিএ’র আশোপাশে থাকা যোগ্য নারী প্রার্থীকে স্থায়ী সিইও হিসেবে নিয়োগ দেওয়া উচিত। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালক ক্রিস্টিনা ম্যাথিউজ সম্ভাব্য বিকল্প হতে পারে বলেন মনে করেন এই অলরাউন্ডার।

শুক্রবার (১৯ জুন) এক ভিডিও কনফারেন্সে পেরি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি ক্রিকেট অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে নারী সিইও’র জন্য প্রস্তুত ছিল। আমি জানি ক্রিস (ম্যাথিউজ) এই দায়িত্বের জন্য শেষ দফায় আলোচনায় ছিল৷ আমি মনে করি এটি নতুন কিছু নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা ক্রিকেট অস্ট্রেলিয়া, বেলিন্ডা ক্লার্ক ও স্টেপ বেলট্রামে বেশ কয়েকজন নারী কাজ করেছে। তারা আমাদের পরিচালনা পদ্ধতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি তারা সত্যিই দৃঢ়ভাবে প্রতিনিধিত্ব করছে।’

করোনার এই মহামারীর কারণে বোর্ডের ৪০ কর্মীকে ছাঁটাই করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুর্ভাগ্যক্রমে, ছাঁটাই হয়েছেন ব্যাটিং কোচ গ্রিম হিক। তবে নিজ নিজ দায়িত্বে অবশ্য বহাল রয়েছে নারী দলের ইউনিট। যার জন্য তারা নিজেদের ভাগ্যবান মনে করছেন।

পেরি বলেন, ‘এই অর্থে আমরা সত্যিই ভাগ্যবান। আমি একজন খেলোয়াড় ও কর্মীর দৃষ্টিকোণ থেকে জানি যা ঘটেছে তার জন্য আমরা কৃতজ্ঞ।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার স্কটল্যান্ড সফর স্থগিত

অস্ট্রেলিয়ার স্কটল্যান্ড সফর স্থগিত

কর্মী ছাঁটাই করলো ক্রিকেট অস্ট্রেলিয়া

কর্মী ছাঁটাই করলো ক্রিকেট অস্ট্রেলিয়া

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ‘অসম্ভব’ : ক্রিকেট অস্ট্রেলিয়া

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ‘অসম্ভব’ : ক্রিকেট অস্ট্রেলিয়া

রবার্টসের পদত্যাগ, অস্ট্রেলিয়ার নতুন নির্বাহী নিক হকলি

রবার্টসের পদত্যাগ, অস্ট্রেলিয়ার নতুন নির্বাহী নিক হকলি