করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট বোর্ডগুলো। নিজেদের আর্থিক ক্ষতি হ্রাস করতে ৪০ জন কর্মী ছাঁটাই করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন সিএ চেয়ারম্যান আর্ল এডিংস।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার জানায়, অর্থ বাঁচাতে নিচের সারির এবং জুনিয়র দলগুলোর সফরও স্থগিত করেছে তারা। সবমিলিয়ে ৪০ মিলিয়ন ডলার অর্থ বাঁচিয়েছে সিএ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ইয়ার্ল এডিংস বলেন, ‘আমরা বুঝতে পারছি এটা অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য কঠিন এক সময়। এই পরিস্থিতির শিকার হতে হয়েছে অনেক কর্মকর্তাকে। যা তাদের পারবারের ওপরেও বড় প্রভাব ফেলবে।’
তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার। এই মুহূর্তে আমাদের পথ খুঁজে বের করতে হবে কীভাবে এই অবস্থা থেকে বের হয়ে আসা যায়। নিশ্চিত করতে হবে কি করে স্বল্প মেয়াদে টেকসই এবং দীর্ঘমেয়াদে সমৃদ্ধ হওয়া যায়।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী দায়িত্বে থাকা নিক হিকলি বলেন, 'ক্রিকেটের জন্য কঠিন একটি দিন। তবে সামনে সুদিন আসবে, একসঙ্গে থাকতে হবে সকলকেই। আশা করছি ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিবার ঘুরে দাঁড়াবে দ্রুত।'
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]