সরকারিভাবে ইংল্যান্ড সফরে যাওয়ার অনুমতি পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে ক্রিকেটারদের বিধি-নিষেধের তালিকা ধরিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ইংল্যান্ড সফরে সাথে পরিবারের সদস্যকে নেওয়া যাবে না।
প্রাণঘাতি করোনার মাঝে জুলাইয়ে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজ শুরুর প্রায় এক মাস আগে গেলেও ইংল্যান্ড সফরে পরিবারের কোন সদস্য সঙ্গে নেওয়া যাবে না। এমনকি আলাদাভাবে গেলেও পরিবারের কারও সাথে দেখা করার সুযোগ রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দুই সিরিজের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। শুধু বাকি ছিল সরকারের অনুমতি। সেই অনুমতিও পেয়ে গেছে বাবর আজমরা। ইসলামাবাদে প্রধানমন্ত্রী ইমরানের সাথে সাক্ষাতে ইংল্যান্ডের অনুমতি নিশ্চিত করেন পিসিবির চেয়ারম্যান।
ক্রিকেটারদের যাওয়ার অনুমতি দিলেও করোনাভাইরাসের কারণে সতর্কতার অংশ হিসেবে ইংল্যান্ড সফরে পরিবার সাথে নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে পিসিবি। করোনাভাইরাসের কারণে ইংল্যান্ডে পৌঁছে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনেও থাকতে হবে সফররত পাকিস্তান ক্রিকেট দলের।
পিসিবির বলছে, ‘খেলোয়াড়দের বোর্ড পরিষ্কার করে বলে দিয়েছে, পরিবার সাথে নেওয়া যাবে না। পরিবার আলাদাভাবে গিয়ে থাকলেও কোনো লাভ নেই। সেপ্টেম্বরে সফর শেষ হওয়ার আগ পর্যন্ত পুরো দলের কেউ পরিবারের সঙ্গে দেখা করতে পারবে না।’
ইংল্যান্ড সফরে মোট ২৯ জন খেলোয়াড় ও ১৪ জন অফিশিয়াল পাঠাবে পিসিবি। একমাস আগে গিয়ে কোয়ারেন্টিন শেষে ৩০ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ, যা শেষ হবে ২ সেপ্টেম্বর শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। অর্থাৎ, পাকিস্তান ক্রিকেট দলকে পুরো দুই মাস পরিবারের সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে হবে।
এদিকে করোনা মহামারির মাঝে পাকিস্তান দলকে বিশেষ ভাড়া করা বিমানে নিজের দেশে উড়িয়ে নেবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যার জন্য ইসিবির প্রায় ৫ লাখ পাউন্ড খরচ হবে। তবে এই সিরিজের সম্প্রচার স্বত্ত্ব থেকে ৭০-৭৫ মিলিয়ন পাউন্ড আয় হবে ইসিবির।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]