ইংল্যান্ড সফরে সরকারের অনুমতি পেল পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৩ এএম, ১৭ জুন ২০২০
ইংল্যান্ড সফরে সরকারের অনুমতি পেল পাকিস্তান

করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। করোনার এমন সময়ে সরকারের অনুমতি মিললেই কেবল বাহিরের দেশে সফর করার সুযোগ পাবে দলগুলো।

ইংল্যান্ড সফরের অনুমতি নিয়ে সরকারের সাথে বৈঠকের জন্য তিন সপ্তাহ আগে অনুরোধ জানানো হয়েছিল। সোমবার (১৫ জুন) প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বৈঠক করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি। সেখানে ইংল্যান্ড সফরের অনুমতির বিষয় ছাড়াও আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট নিয়ে আলোচনা।

আলোচনা শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডর (পিসিবি) একটি সুত্র নিশ্চিত করেছে যে, ইংল্যান্ড সফরের জন্য সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে।

sportsmail24

ইংল্যান্ড সফরকে সামনে রেখে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। আর খুব শিগগিরই ম্যাচের সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিসিবি।

ইংল্যান্ডে পৌঁছানোর পর ৫ আগস্ট ম্যানচেস্টার যাওয়ার আগে বার্মিংহামে ১৪ দিন কোয়ারেন্টাইনে কাটাতে হবে পাকিস্তানের ক্রিকেটারদের। যার কারণে জুলাইয়ের প্রথম সপ্তাহেই ইংল্যান্ডের উদ্দেশ্য রওনা দেবে পাকিস্তান। এছাড়া দেশের মাটিতে ‘বায়ো-সুরক্ষা’ ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় অনুশীলন ক্যাম্প বাতিল করে পিসিবি।

দেশের মাটিতে অনুশীলন করতে না পারায় কয়েকদিন আগেই ইংল্যান্ডে যাওয়ার ব্যাপারে ইসিবির সাথে আলোচনা চালিয়েছে পিসিবি। ডেইলি মেইলের মতে, নতুন তারিখ অনুযায়ী ২৬-২৯ জুনের মাঝে ইংল্যান্ডের উদ্দেশ্যে বিমানে উঠতে পারে পাকিস্তান। সেখানে গিয়েই নিজেদের অনুশীলন করবে পাকিস্তান ক্রিকেট দল।

ম্যানচেস্টারে হতে পারে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও তৃতীয় টেস্ট হবে সাউদাম্পটনে। সাউদাম্পটনেই ১৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মাঝে হতে পারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]

 



শেয়ার করুন :


আরও পড়ুন

নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পিসিবিকে কানেরিয়ার অনুরোধ

নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পিসিবিকে কানেরিয়ার অনুরোধ

ইংল্যান্ড সফরের জন্য প্রতিদান চায় না পাকিস্তান : মিসবাহ

ইংল্যান্ড সফরের জন্য প্রতিদান চায় না পাকিস্তান : মিসবাহ

শত্রুতা ভুলে আফ্রিদির সুস্থতা চাইলেন গম্ভীর

শত্রুতা ভুলে আফ্রিদির সুস্থতা চাইলেন গম্ভীর

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বিদায় নিতে চান হাফিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বিদায় নিতে চান হাফিজ