করোনাভাইরাসের সময় দুর্বল ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার মাঝে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন কেভিন রবার্টস। একই সঙ্গে দেশটির ক্রিকেট বোর্ডের নতুন নির্বাহী হিসেবে নিক হকলিকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জন) ক্রিকেট অস্ট্রেলিার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
করোনাভাইরাস শুরুর বেশ কিছুদিন পর অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রীড়া ব্যক্তিদের মধ্যে অনেককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার রাগবি লিগের নির্বাহী টড গ্রিনবার্গ এবং রাগবি অস্ট্রেলিয়ার নির্বাহী রায়েলেন ক্যাসেলকেও সরিয়ে দেওয়া হয়েছে। এবার তাদের সঙ্গী হলেন রবার্টস।
২০১৮ সালের অক্টোবরে জেমস সাদারল্যান্ডের পরিবর্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পান রবার্টস। ১৭ বছর সিএ’র প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন সাদারল্যান্ড। কিন্তু সাদারল্যান্ডের মতো এত দীর্ঘদিন সিএর দায়িত্ব পালন করার সৌভাগ্য হলো না ৪৭ বছর বয়সী রবার্টসের।
২০ মাসের মাথায় সিএ’র প্রধান নির্বাহীর দায়িত্ব থেকে সরে যেতে হলো। যেখানে এ বছরের শেষ পর্যন্ত রবার্টসের সাথে বোর্ডের চুক্তি ছিল।
এদিকে নতুন সিইও নিক হকলি বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী হিসেবেও কর্মরত আছেন। এছাড়া এ বছরের শুরুতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও কাজ করেছেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]