অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী পদ থেকে কেভিন রবার্টসকে সরিয়ে দিচ্ছে সে দেশের ক্রিকেট বোর্ড। মূলত, করোনাভাইরাসের কারণেই অস্ট্রেলিয়ায় বিভিন্ন ক্রীড়া ইভেন্টের প্রধান নির্বাহীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া রবার্টসের উপর ভরসাও রাখতে পারছেন না সিএ’র বোর্ড ডিরেক্টররা।
অস্ট্রেলিয়ার স্থানীয় সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। চলতি সপ্তাহেই রবার্টসকে সরিয়ে দেওয়ার ঘোষণা আসতে পারে বলেও রিপার্টে উল্লেখ করা হয়েছে।
করোনাভাইরাস শুরুর বেশ কিছুদিন পর অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রীড়া ব্যক্তিদের মধ্যে অনেককেই নিজ নিজ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অস্ট্রেলিয়ার রাগবি লিগের নির্বাহী টড গ্রিনবার্গ এবং রাগবি অস্ট্রেলিয়ার নির্বাহী রায়েলেন ক্যাসেলকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার তাদের সঙ্গী হতে চলেছেন রবার্টস।
২০১৮ সালের অক্টোবরে জেমস সাদারল্যান্ডের পরিবর্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পান রবার্টস। ১৭ বছর সিএ’র প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন সাদারল্যান্ড। কিন্তু সাদারল্যান্ডের মত এত দীর্ঘদিন সিএর দায়িত্ব পালন করার সৌভাগ্য হচ্ছে না ৪৭ বছর বয়সী রবার্টসের।
২০ মাসের মাথায় সিএ’র প্রধান নির্বাহীর দায়িত্ব থেকে সরে যেতে হবে তাকে। এ বছরের শেষ পর্যন্ত রবার্টসের সাথে বোর্ডের চুক্তি রয়েছে। চুক্তি শেষ হওয়ার আগেই বিদায় নিতে হবে রবার্টসকে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]