২০১২ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া। তবে ঘরোয়া ক্রিকেটে খেলার আগ্রহ দেখিয়ে আজীবন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য পিসিবির কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানিকে লেখা এক চিঠিতে তার আইনি দল জানায়, ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকায় তিনি পেশাগত ও ব্যক্তিগতভাবে সমস্যায় ভুগছেন। এমনকি তার একমাত্র আয়ের উৎস প্রভাবিত হচ্ছে।
চিঠিতে বলা হয়েছে, আমাদের ক্লায়েন্টকে ঘরোয়া ক্রিকেট ও তার সাথে সম্পর্কিত কোন কিছুতে অনুমতি দেওয়ার জন্য পিসিবি এসিইউকে চিঠি দেওয়ার ক্ষমতা রাখে। তাই আমাদের ক্লায়েন্টকে অনুমতি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।
চিঠিতে আরও বলা হয়েছে যে, আমাদের ক্লায়েন্টকে ঘরোয়া ক্রিকেট ও এই সম্পর্কিত কোন কিছুতে অনুমতি দিলে তিনি এর সাথে সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন। সমস্ত প্রোগামে তার সেরাটা দিয়ে সহায়তা করতে রাজি।
কদিন আগে ভারতের একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে কানেরিয়া বলেছিলেন, ‘হ্যাঁ, আমি গাঙ্গুলির কাছে আবেদন করব এবং আমি নিশ্চিত যে, আইসিসি সর্বাত্মকভাবে আমাকে সাহায্য করবে।’
২০১২ সালে ইংলিশ কাউন্টিতে এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে নিষিদ্ধ হন কানেরিয়া। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও ২০১৮ সালে দোষ স্বীকার করেন ৩৯ বছর বয়সী কানেরিয়া। পাকিস্তানের হয়ে ৬১ টেস্টে ২৬১ উইকেট ও ১৮ ওয়ানডেতে ১৫ উইকেট শিকার করেন কানেরিয়া।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]