অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান নিঃসন্দেহে সর্বকালের সেরা ব্যাটসম্যান। তবে তার পর কে হবে সর্বকালের সেরা ব্যাটসম্যান? হরহামেশাই এমন প্রশ্ন শোনা যায়। স্যার ডন ব্র্যাডম্যান পর বিরাট কোহলিই সর্বকালের সেরা হতে পারে বলে মন্তব্য করলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
ভারতের স্বনামধন্য ধারাভাষ্যকার রাধাকৃষ্ণ শ্রীনিবাসনের সাথে ইউটিউবে আলাপকালে কোহলির প্রশংসা করেন সাঙ্গাকারা। কোহলির প্রশংসা করতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘ব্র্যাডম্যান বিশ্বসেরা ব্যাটসম্যান। এতে কোন সন্দেহ থাকতে পারে না। তবে তার পর কে হতে পারে সেরা, এই নিয়ে আলোচনা সবসময়ই হয়ে থাকে। আমার মনে হয়, ব্র্যাডম্যানের পর কোহলিই হবে সর্বকালের সেরা ব্যাটসম্যান।’
সাঙ্গাকারা আরও বলেন, ‘কোহলির ফিটনেসটা অসাধারণ। আমি জানি, দেখেছি এবং শুনেছি মাঠে ও মাঠের বাইরে সেরাদের সেরা হওয়ার জন্য তার যে নিবেদন তা এক কথায় অনবদ্য। মাঠে শারীরিকভাবে তার উপস্থিতি, মানসিক দক্ষতা ও স্কিলের পূর্ণতা তাকে পরিপূর্ণ করে তুলেছে। স্যার ডনের পর সর্বকালের সেরা হওয়ার দারুণ সুযোগ রয়েছে কোহলির।’
কোহলির ব্যক্তিত্বকে শ্রদ্ধা করেন সাঙ্গাকারা। এমনটা বলতেও দ্বিধাবোধ করেননি তিনি। তিনি বলেন, ‘কোহলিকে অপছন্দ করার কিছু নেই। সে এমন একজন ক্রিকেটার যাকে আমি অনেক শ্রদ্ধা করি এবং এরই মধ্যে সে নিজেকে দুর্দান্ত খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছে। ম্যাচে নিজেকে উজার করে দিতে সর্বদা প্রস্তুত থাকে সে। তার ব্যাটিং-ক্রিকেট নিয়ে আবেগ, আমার দারুণ পছন্দ।’
কোহলিকে কেন পছন্দ করেন সাঙ্গাকারা। সেটিও প্রকাশ করেছেন সাঙ্গাকারা। তিনি বলেন, ‘কোহলির আবেগ ও ব্যক্তিত্বকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। অধিনায়ক হিসেবে হোক যেভাবেই হোক, মাঠে আবেগ প্রকাশে ভয় পেতে দেখা যায় না কোহলিকে। ভারতের জয়ের জন্য সব সময়ই চেষ্টা করে সে। সে আগেকার ঘরানার একজন ক্রিকেটার, উচ্চাভিলাষী শট খেলে না। সে অনেক ভেবে-চিন্তে শট খেলে থাকে।’
৫২ টেস্টে রান ৯৯ দশমিক ৯৪ গড়ে ৬৯৯৬ রান করেছেন ব্র্যাডম্যান। জীবনের শেষ টেস্টে ৪ রান করলে তার গড় ১০০ স্পর্শ করতো। কিন্তু ১৯৪৮ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ টেস্টের শেষ ইনিংসে (ম্যাচে একবার ব্যাট করার সুযোগ হয় অস্ট্রেলিয়ার) শুন্য রানে আউট হন ব্র্যাডম্যান। ফলে গড়ের দিক দিয়ে ১০০ স্পর্শ করা সম্ভবপর হয়নি তার।
ব্র্যাডম্যানের অসম্ভব, বিশ্বরেকর্ডটি কেউ ভাঙ্গতে পারবে কি-না তা জানা নেই। কিন্তু ব্যাট হাতে দুর্দান্ত গতিতেই এগোচ্ছেন কোহলি। ৮৬ টেস্টে ২৭টি সেঞ্চুরিতে ৭২৪০ রান, ২৪৮ ওয়ানডেতে ৪৩টি সেঞ্চুরিতে ১১৮৬৭ রান ও ৮২টি টি-টোয়েন্টিতে ২৭৯৪ রান করেছেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]