সফরে পরিবার নিতে পারবেন না বাংলাদেশের ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৩ এএম, ১৫ জুন ২০২০
সফরে পরিবার নিতে পারবেন না বাংলাদেশের ক্রিকেটাররা

ফাইল ছবি

বিদেশ সফরে গেলে ক্রিকেটাররা বেশিরভাগ সময়ই পরিবার সাথে নিয়ে যান। এ অবশ্য নতুন কিছুও নয়। তবে অনেক দেশের ক্রিকেটারদের ক্ষেত্রে আছে নিষেধাজ্ঞাও। এবার বিদেশ সফরে পরিবার নেওয়া নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১৯ সালের বিশ্বকাপের সময় বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটারই পরিবার সঙ্গে নিয়ে গিয়েছিলেন। লম্বা সময়ের সফরে ম্যাচের পর দীর্ঘ বিরতি থাকায় অনেক ক্রিকেটারই ঐচ্ছিক অনুশীলন না করে পারিবারের সাথে অবসর সময় কাটিয়েছিলেন। তা নিয়ে অবশ্য সমালোচনাও কম হয়নি।

তাই তো ভবিষ্যতে কোন সিরিজ খেলতে গেলে ক্রিকেটাররা তাদের পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। রোববার (জুন ১৪) সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালানা বিভাগের প্রধান আকরাম খান।

তিনি জানিয়েছেন, সংক্ষিপ্ত সিরিজ হলে পরিবারকে সঙ্গে রাখতে পারবে না ক্রিকেটারা। তবে কোনো সিরিজ খেলতে যদি লম্বা সময়ের জন্য দেশের বাইরে থাকতে হয় সেক্ষেত্রে কিছু দিনের জন্য পরিবারকে সঙ্গে রাখার অনুমতি পেতে পারে ক্রিকেটাররা।

আকরাম খান বলেন, ‘কোন সিরিজ চলাকালীন ক্রিকেটারদের পরিবার সঙ্গে নেওয়ার অনুমতি এখন থেকে আর দেওয়া হবে না। এটা শুধু করোনা পরিস্থিতির জন্য না, পরিস্থিতি স্বাভাবিক হলেও বিদেশ সফরে ক্রিকেটাররা পরিবার সঙ্গে নিতে পারবে না। গত বিশ্বকাপে এটা নিয়ে একটা বাজে অভিজ্ঞতা হয়েছে আমাদের।’

তিনি আরও বলেন, ‘এটা নিয়ে আমরা এখন চিন্তা করছি এবং বোর্ডেও বিষয়টি নিয়ে আলাপ করা হবে। তবে লম্বা সিরিজ হলে হয়তো কিছু ছাড় দেওয়া যেতে পারে সে জন্য পরিবার নেওয়ার অনুমতি দেওয়ার কথা চিন্তা করা হতে পারে। দেড় মাসের সফর হলে কিছুদিন পরিবার কাছে রাখতে পারবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির সভাপতি নিয়ে সমালোচনায় কথা বললেন সৌরভ

আইসিসির সভাপতি নিয়ে সমালোচনায় কথা বললেন সৌরভ

পা হারিয়েছি কিন্তু ক্রিকেট জ্ঞান তো হারাইনি : মোলস

পা হারিয়েছি কিন্তু ক্রিকেট জ্ঞান তো হারাইনি : মোলস

সফর শর্তে নয়, ইসিবি আর্থিক সহায়তা করেছিল : স্কেরিট

সফর শর্তে নয়, ইসিবি আর্থিক সহায়তা করেছিল : স্কেরিট

পাকিস্তানকে উড়িয়ে নিতে অর্ধ মিলিয়ন পাউন্ড খরচ করবে ইংল্যান্ড

পাকিস্তানকে উড়িয়ে নিতে অর্ধ মিলিয়ন পাউন্ড খরচ করবে ইংল্যান্ড