সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হয়েছেন মাত্র ৮ মাস হলো। ভারতের অন্যতম সফল এই অধিনায়ককে নিয়ে চারদিকে ইতোমধ্য সমালোচনা শুরু হয়েছে, তিনিই হচ্ছে আইসিসির পরবর্তী প্রেসিডেন্ট!
আইসিসির সভাপতির পদ নিয়ে চারদিকে সমালোচনা চললেও বিষয়টি নিয়ে এতো চুপ ছিলেন সৌরভ। তবে এবার মুখ খুললেন। শুধু মুখ খুললেন তা নয়, একেবারে যেন মেরে দিলেন ওভার বাউন্ডারি।
সৌরভ বলেন, ‘আমি ব্যাপারটাকে সহজ রাখি। যেটাই করি, তাতেই সেরাটা দেই। জ্ঞাত বা অজ্ঞাত নানা পদে আমি জড়িয়ে পড়ি। তবে আমার পদ্ধতি সরল। যেভাবে সেরা মনে হয়, সেভাবেই যেকোনও কাজ করি।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় পদ নিয়ে সৌরভ বলেন, ‘বিসিসিআই প্রেসিডেন্ট হতে পারা সৌভাগ্যের ব্যাপার। খেলোয়াড়দের সঙ্গে কাজ করা, খেলাটাকে আরও ভালো করার ক্ষেত্রে এটা আরও একটা সুযোগ। তবে আমি সবসময়ই খেলোয়াড়দের লোক। ওদের আবেগের কথা আমি জানি।’
বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ঘরোয়া ক্রিকেটে নজর দেওয়ার কথা বলেছিলেন সৌরভ। ক্রিকেটারদের আর্থিক দিকেও চোখ রাখবেন বলে জানিয়েছিলেন। তবে করোনার কারণে ২২ গজের দুনিয়া এখন বন্ধ রয়েছে।
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সৌরভ বলেন, ‘ভারতীয় ক্রিকেট যোগ্য হাতে রয়েছে। সুনীল গাভাস্কার যখন শেষ করেছিলেন, তখন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়রা ওঠে এসেছিল। এখন বিরাট কোহালির সময়।’
তিনি বলেন, ‘ভারত থেকে আগামী দিনেও চ্যাম্পিয়ন খেলোয়াড় ঠিকই বেরিয়ে আসবে। এটা অনেকটা ফুটবলের ব্রাজিলের মতো। কোথা থেকে যে প্রতিভা বেরিয়ে আসবে, তা কেউ জানে না। ছেলে-মেয়েদের মধ্যে প্যাশন এতোটাই এখানে। আমরা বরাবরই ক্রিকেটে শক্তিশালী থাকবো আর বিশ্বে দাপট দেখাব।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]