২০১৪ সালে বাংলাদেশে সফরে সহকারী কোচ হয়ে ঢাকা এসেছিলেন ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের অধিনায়ক পল কলিংউড। সে সময় নিজ দেশের ক্রিকেটারদের সহকারী কোচ হলেও এবার ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অস্থায়ী কোচ হচ্ছেন দেশটির সাবেক এই অধিনায়ক।
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করবেন কলিংউড। পার্শ্ববর্তী দেশটির বিপক্ষে সিরিজ চলাকালীন বিশ্রামে থাকবেন নিয়মিত প্রধান কোচ ক্রিস সিলভারউড। কলিংউডকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার ব্যাপারে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)।
আয়ারল্যান্ডের বিপক্ষে জুলাইয়ে তিন ম্যাচের সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে ইংল্যান্ডের। দু’টি ভেন্যু এজেম বোল ও ওল্ড ট্রাফোর্ডে সিরিজের ম্যাচগুলো হতে পারে। তবে এখনো সূচি চূড়ান্ত হয়নি।
করোনাভাইরাসের কারণে মার্চ থেকে ক্রিকেট বিশ্ব থমকে আছে। তবে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছে ক্রিকেট। ওই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ৫৫ জনের দল নিয়ে অনুশীলন শুরু করছে ইংল্যান্ড। কলিংউডকে দায়িত্ব দেওয়ার দিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলও ঘোষণা করবে ইংল্যান্ড।
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন কলিংউড। তবে ২০১৮ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলিংউডের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল চ্যাম্পিয়ন হয়। তার হাত ধরে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে ইংল্যান্ড।
এরপর ২০১৯ সালে দেশের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতে ইংলিশরা। দলের অধিনায়ক ছিলেন ইয়ান মরগান।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]