দলের প্রয়োজনে আবারও টেস্টে ফিরতে চান ওয়াহাব রিয়াজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪১ এএম, ১৪ জুন ২০২০
দলের প্রয়োজনে আবারও টেস্টে ফিরতে চান ওয়াহাব রিয়াজ

ফাইল ছবি

সাদা বলের ক্রিকেট চালিয়ে গেলেও ২০১৮ সালের অক্টোবরে হঠাৎ করেই লাল বলের ক্রিকেট থেকে অবসরে নেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। সে সময় তার অসবর নিয়ে চারিদিকে আলোচনা-সমালোচনা হলেও ফিরেননি তিনি। তবে দলের প্রয়োজনে এখন আবারও টেস্টে ফিরতে চান  পাকিস্তানের এ ক্রিকেটার।

তিন টেস্ট ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ড সফরকে সামনে রেখে দুই ফরম্যাটে যৌথভাবে ২৯ সদস্যের দলও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করোনাভাইরাসের কারণে একসঙ্গে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে পুরো দল।

টেস্ট থেকে অবসরে যাওয়ার কারণে কেবল মাত্র টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন ওয়াহাব রিয়াজ। তবে পাকিস্তান চাইলে টেস্টেও খেলতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি।

বিরতি ভেঙে টেস্টে খেলার কথা ওয়াহাব বলেছেন কি-না, এমন এক প্রশ্নের জাববে পিসিবির প্রধান কোচ মিসবাহ-উল-হক বলেছেন, ‘হ্যাঁ, এটা নিয়ে আমি ওয়াহাবের সঙ্গে কথা বলেছি। সে বলেছে, যদি প্রয়োজন পড়ে, তাহলে ইংল্যান্ডে টেস্টে খেলতে সে প্রস্তুত আছে।’

ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ২৯ সদস্যের দলে ১০ পেসারের সঙ্গে রয়েছেন চার স্পিনার। এতো বোলার রাখার কারণ ব্যাখ্যায় প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে লম্বা সময় মাঠের বাইরে কাটিয়ে নতুন নিয়মের সঙ্গে বোলাররা যেন দ্রুত মানিয়ে নিতে পারে সে জন্য বাড়তি বোলার যোগ করা হয়েছে।

মিসবাহ বলেন, ‘আশা করছি প্রথম টেস্টের আগে ইংল্যান্ডে পাঁচ সপ্তাহের যে অনুশীলন ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলা হবে তাতে বোলাররা বল উজ্জ্বল করতে লালার ব্যবহার করবে না এবং উইকেট উদযাপন এড়িয়ে চলার মতো নতুন নিয়মের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে।’

যদিও মিসবাহ বাস্তবতা উপেক্ষা করতে পারছেন না। বলেন, ‘তিন মাস ক্রিকেট না খেলে, নেটে অনুশীলন না করে একজন পেস বোলারের পক্ষে আগের ছন্দে ফেরাটা সহজ নয়।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সেই শ্রীলঙ্কাতেই ফেরার আসায় কোহলিরা

সেই শ্রীলঙ্কাতেই ফেরার আসায় কোহলিরা

টম মুডির তিন ফরম্যাটের অলরাউন্ডার তালিকায় নেই সাকিব

টম মুডির তিন ফরম্যাটের অলরাউন্ডার তালিকায় নেই সাকিব

বাঙালিরা মানসিকভাবে শক্তিশালী ও বুদ্ধিমান : শোয়েব

বাঙালিরা মানসিকভাবে শক্তিশালী ও বুদ্ধিমান : শোয়েব

টি-টোয়েন্টির কারণে টেস্ট ক্রিকেট এখন উপভোগ্য

টি-টোয়েন্টির কারণে টেস্ট ক্রিকেট এখন উপভোগ্য