সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের বেশ পরিচিত নাম। নিষেধাজ্ঞায় পড়ার আগে সবসময়ই ছিলেন আইসিসির সেরা অলরাউন্ডার র্যাংকিংয়ের তালিকায়। বর্তমান সময়ে কোন একটি একাদশে করতে গেলে সাকিব যেন এক নিয়মিত নাম। সাকিবকে না রেখে যেন উপায়ই নেই বাছাইকৃত ব্যক্তিদের।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপের সাথে এক পডকাস্টে আলাপচারিতায় তিন ফরম্যাটের ৯ অলরাউন্ডারের তালিকা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমান সময়ের অন্যতম সফল কোচ টম মুডি। যেখানে জায়গা হয়নি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের।
টেস্ট ক্রিকেটে টম মুডির সর্বকালের সেরা তিন অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার জ্যাক ক্যালিস, ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স ও পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। যেখানে ইমরানকে আখ্যা দিয়েছেন 'ফ্যানোমেনল' হিসেবে।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোতে অনেকদিন ধরেই কোচিং করাচ্ছেন টম মুডি। টম মুডির পাশাপাশি ২০১৬ সালে চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দারাবাদ দলের সদস্য ছিলেন সাকিব। ভালো পারফরম্যান্স করলেও জায়গা হয়নি তার টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডারদের তালিকায়।
টম মুডির টি-টোয়েন্টির সেরা তিন অলরাউন্ডারের তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার অ্যান্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলিং অলরাউন্ডার শেন ওয়াটসন ও পাকিস্তানের সাবেক স্পিন অলরাউন্ডার শহীদ আফ্রিদি। যেখানে আফ্রিদিকে 'কমপ্লিট ম্যাচ উইনার' হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
সবশেষ তার ওয়ানডে দলের সেরা অলরাউন্ডার তালিকায় দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার, জ্যাক ক্যালিস ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]