বাঙালিরা মানসিকভাবে শক্তিশালী ও বুদ্ধিমান : শোয়েব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৩ এএম, ১৩ জুন ২০২০
বাঙালিরা মানসিকভাবে শক্তিশালী ও বুদ্ধিমান : শোয়েব

‘বাঙালিরা মানসিকভাবে শক্তিশালী-সাহসী-বুদ্ধিমান হয়’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আকতার। তার চোখে ভারতের সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলির প্রশংসা করতে গিয়ে বাঙালিদের নিয়ে এমন কথা বলেন শোয়েব।

হ্যালো অ্যাপ নামের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভে এসে শোয়েব সেরা পাঁচ অধিনায়ককে বেছে নেন। এর মধ্যে ভারতের গাঙ্গুলিকে সেরা বলেন তিনি।

শোয়েব বলেন, ‘আমি অনেক অধিনায়কের বিপক্ষে খেলেছি। তবে আমি যদি ভারতের কথা বলি, তবে আমার দেখা ভারতের সেরা অধিনায়ক গাঙ্গুলি। তারপর ভারত আর কোন অধিনায়কের জন্ম দিতে পারেনি। ধোনিও খুব ভালো অধিনায়ক। তবে, আমি যে সময়ের কথা বলছি, সে সময় গাঙ্গুলি দারুণ অধিনায়কত্ব করেছে।’

তিনি বলেন, ‘আমার মনে হতো না, বিদেশের মাটিতে বিশ্বকাপে পাকিস্তানকে হারাতে পারে ভারত। ১৯৯৯ সালে আমি ভারত সফরে গিয়েছিলাম। চেন্নাইয়ে জিতলেও দিল্লিতে হেরেছিলাম আমরা। কিন্তু কলকাতায় আবার জয় পাই আমরা। ফলে ওয়ানডে সিরিজটা আমরা জিতি। এরপর শারজাহতেও জিতেছিলাম। কিন্তু গাঙ্গুলি ভারতের অধিনায়ক হওয়ার পর থেকে দলটা পাল্টে যায়।’

গাঙ্গুলি ভারতের অধিনায়ক হওয়ার পর থেকে শোয়েব বুঝতে পারেন পাকিস্তানকে টিম ইন্ডিয়া হারাতে পারে। শোয়েব বলেন, ‘২০০৪ সালে ভারত যখন পাকিস্তান সফরে এসেছিল তখন আমি বিশ্বাস করতে থাকি, এই দলটি আমাদের হারাতে পারে এবং তারা তা-ই করেছিল। ওই সময় ভারত অন্য রকম ক্রিকেট খেলছিল।’

২০০৪ সালে পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল ভারত। ২০০৮ সালের আইপিএলে প্রথম ও শেষবারের মতো খেলেছিলেন শোয়েব। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। ঐ সময় কলকাতার অধিনায়ক ছিলেন গাঙ্গুলি। ফলে গাঙ্গুলির জন্যই বাঙালিদের সম্পর্কে ভালো ধারণা পান শোয়েব।

তিনি বলেন, ‘গাঙ্গুলি ভারতীয় দলে সাহসীকতা ও ক্ষমতা নিয়ে এসেছিলেন। আমি বাঙালির বিশাল ভক্ত, তারা শক্তিশালী-সাহসী, তার সামনে থেকে লড়াই করতে পারে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘সবার জীবন থেকে ৬-৭ মাস ক্রিকেট হারিয়ে গেল’

‘সবার জীবন থেকে ৬-৭ মাস ক্রিকেট হারিয়ে গেল’

টি-টোয়েন্টির কারণে টেস্ট ক্রিকেট এখন উপভোগ্য

টি-টোয়েন্টির কারণে টেস্ট ক্রিকেট এখন উপভোগ্য

পাকিস্তানে উইন্ডিজ ক্রিকেটারদের রাজার চোখে দেখা হয়

পাকিস্তানে উইন্ডিজ ক্রিকেটারদের রাজার চোখে দেখা হয়

এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ডেলে আলি

এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ডেলে আলি