‘সবার জীবন থেকে ৬-৭ মাস ক্রিকেট হারিয়ে গেল’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩২ এএম, ১২ জুন ২০২০
‘সবার জীবন থেকে ৬-৭ মাস ক্রিকেট হারিয়ে গেল’

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে এখনও স্তব্ধ ক্রিকেট মাঠ। আইপিএল মাঠে গড়ানো নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বৃহস্পতিবার (১১ জুন) স্বাগতিক শ্রীলঙ্কায় বিপক্ষে ভারতীয় ক্রিকেট দলের তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

আর তাই ভারত কবে আবারও মাঠে ফিরবে তা নিয়ে বাড়ছে জল্পনা-কল্পনা। করোনার এমন সময়ে মাঠে খেলা না থাকায় ঘরে বসে সময় পার করছে ক্রিকেটাররা। খেলা না থাকায় ভারতের পেস কান্ডারী উমেশ যাদব মনে করেছেন, সবার জীবন থেকে ৬-৭ মাস ক্রিকেট হারিয়ে গেল।

তিনি বলেন, ‘আমাকে ইতিবাচক থাকতে হবে। যখন খেলা শুরু করব তখন আত্মবিশ্বাসীও থাকতে হবে। তবে ক্রিকেট এখনও শুরু হয়নি। জানিও না যে কবে শুরু হবে। আমি অনুশীলন করতে চাই। ইতিবাচক মনোভাব নিয়ে অপেক্ষা করতে চাই। তবে যে বয়সেই সকলে থাকি না কেন, প্রত্যেকেরই ছয় থেকে সাত মাসের ক্রিকেট হারিয়ে গেল।’

ভারতের টেস্ট সিরিজ রয়েছে বছরের শেষে। যেহেতু তিনি এখন জাতীয় দলের সাদা বলের ফরম্যাটের পরিকল্পনায় নেই, তাই ফিট থাকার জন্য যে কোনও ম্যাচে খেলতে চাইছেন তিনি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার ভাবনা ছিল তার। কিন্তু এই পরিস্থিতিতে তা সম্ভব নয়। উমেশ বলেন, ‘ভারতে যখন মৌসুম শুরু হবে, তখন ক্লাবই হোক বা জেলা, যে ম্যাচ সামনে পাব, খেলব। ম্যাচ প্র্যাকটিস আবশ্যিক। আর আমি মাঠে ফিরতে মরিয়া।’

লকডাউনের এই সময়ে শরীরের শক্তি বাড়ানোর দিকে নজর দিয়েছিলেন উমেশ। এই সময়ে নয়াদিল্লিতে শ্বশুরবাড়িতে রয়েছেন তিনি। বাড়ির পাশের এক মাঠে নিয়মিত ঘাম ঝড়িয়েছেন দৌড়ে। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি। শরীরের দিকে তাকানোর সময় পেয়েছি। শক্তি বাড়ানোর জন্য খেটেছি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা যাচ্ছে না কোহলিরা, সিরিজ স্থগিত

শ্রীলঙ্কা যাচ্ছে না কোহলিরা, সিরিজ স্থগিত

ক্রিকেট পিচ ছোট ও হালকা বল চান ডিভাইন-রদ্রিগেজ

ক্রিকেট পিচ ছোট ও হালকা বল চান ডিভাইন-রদ্রিগেজ

কোহলির সাথে আমার তুলনা হয় না, সে দুর্দান্ত : বাবর

কোহলির সাথে আমার তুলনা হয় না, সে দুর্দান্ত : বাবর

বাবর আজমদের সতর্ক করলো পিসিবি

বাবর আজমদের সতর্ক করলো পিসিবি