অভিষেকের পর থেকে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করছেন পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক বাবর আজম। বাবরের এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ভারতের অধিনায়ক ব্যাটসম্যান বিরাট কোহলির সাথে তুলনা করছেন পাকিস্তান ও বিভিন্ন দেশের ক্রিকেটবোদ্ধারা।
কিন্তু কোহলির সাথে এমন তুলনা মানতে রাজি নন বাবর নিজে। তিনি বলেন, ‘কোহলির সাথে আমার তুলনা হয় না। কোহলি দুর্দান্ত খেলোয়াড়।’
ভারতের ধারাভাষ্যকার হার্শা ভোগলের সঙ্গে এক ক্রিকেট ওয়েবসাইটে আলাপচারিতায় অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা জানান বাবর। আরও তখনই উঠে আসে কোহলির প্রসঙ্গ। সম্প্রতি কোহলির সাথে যে তুলনাটা হচ্ছে, সেটি পছন্দ নয় বাবরের।
কোহলির চেয়ে তিনি অনেক পিছিয়ে স্বীকার করে বাবর বলেন, ‘কোহলি সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। আমি অনেক পিছিয়ে। অনেক কিছু অর্জন করতে হবে আমাকে। কোহলি খুব দ্রুত বিশ্বের সেরা ব্যাটসম্যানের তকমা পেয়েছে। তাই কোহলির সাথে আমার তুলনা হয় না।’
ভবিষ্যতে কোহলির মতো হতে চান বলে জানিয়েছেন বাবর। তিনি বলেন, ‘কোহলির মতো ক্রিকেটার হওয়ারর চেষ্টা করব। পাকিস্তানকে জেতানো, রেকর্ড গড়ার চেষ্টা করব। যতটা সম্ভব দলের জন্য করার চেষ্টা করবো।’
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয় বাবরের। গত বছর টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পান তিনি। আর গত মাসে ওয়ানডে দলের দায়িত্বও পান বাবর। অধিনায়ক হিসেবেও পাকিস্তানকে সাফল্য এনে দিতে চান বাবর।
তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে আমাকে অনেক দূর যেতে হবে। একজন অধিনায়কের উপর দলের সাফল্য অনেকাংশে নির্ভর করে। অধিনায়ককে সামনে থেকে পুরো দলকে নেতৃত্ব দিতে হয়। আমার লক্ষ্য থাকবে, অধিনায়ক হিসেবেও ভালো করা ও দলকে সাফল্য এনে দেওয়া।’
একজন ব্যাটসম্যান হিসেবে বেশ সফল বাবর। এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ২৬টি টেস্ট, ৭৪টি ওয়ানডে, ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাবর। যেখানে টেস্টে ৫টি সেঞ্চুরিতে ১৮৫০ রান, ওয়াডেতে ১১টি সেঞ্চুরিতে ৩৩৫৯ রান ও টি-টোয়েন্টিতে ১৪৭১ রান করেছেন বাবর।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]