করোনার পরবর্তী সময়ে ক্রিকেট ফেরাতে পাঁচটি নিয়ম পরিবর্তন করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে অন্যতম হচ্ছে বলে লালার ব্যবহার নিষিদ্ধ। তাই টেস্ট ক্রিকেটে সুইং নিয়ে চিন্তায় পড়ে গেছে পেসাররা। যেকারণে সবাইকে ভাবতে হচ্ছে লালার বিকল্প নিয়ে।
ইতোমধ্যে লালার বিকল্প নিয়ে দুটি উপায়ের কথা বলেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি। লালা ব্যবহার নিষিদ্ধ করায় পেসারদের সুবিধা বাড়াতে, খেলার প্রসার ও জনপ্রিয়তা বাড়াতে ছোট পিচ চান ভারতীয় নারী দলের ব্যাটসম্যান জেমাইমা রদ্রিগ্রেজ আর হালকা বলের ব্যবহার চান নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক সোফি ডিভাইন।
ডিভাইন বলেন, ‘পিচের দৈর্ঘ্য ঠিক রেখে বলের ওজন কমানোর পক্ষে আমি। এতে করে বোলাররা আরও জোরে বল করতে পারবে এবং স্পিনাররাও বেশি টার্ন পাবে। এছাড়া ব্যাটসম্যানরা যখন শট খেলবে, অনেক দূরেও যাবে। পিচের দৈর্ঘ্য ঠিক রেখে বলের আকার-আকৃতি পরিবর্তন ভালো সিদ্ধান্ত হতে পারে।’
তিনি আরও বলেন, ‘এতে যদি খেলাটা আরও প্রসার পায়, আরও জনপ্রিয় হয়, তাহলে ক্ষতি কী? এমনটা করে দেখা যাক কেমন হয়? আমি মনে করি যেকোন বিষয়েই সেরা ফলের জন্য চেষ্টা করে দেখতে ক্ষতি নেই।’
পিচের দৈর্ঘ্য ছোট করার পরামর্শ দিয়ে রদ্রিগ্রেজ বলেন, ‘এটা স্বীকার করতে হবে যে পুরুষ এবং নারী ক্রিকেটে কিছু পার্থক্য অবশ্যই আছে। তবে আমাদের চেষ্টা করে যেতে হবে। খেলাটাকে পরবর্তী ধাপে নেয়ার জন্য নতুন কিছু দেখতে তো ক্ষতি নেই। দিনশেষে এ জিনিসগুলো ক্রিকেটেরই প্রসার ঘটাবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]