করোনার কারণে ইতোমধ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শঙ্কা রয়েছে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়েও। গুঞ্জন আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে সে সময়ে আইপিএল আয়োজন করতে চায় ভারতী ক্রিকেট বোর্ড।
প্রাণঘাতি এই ভাইরাসের কারণে বার বার সময় নিয়েও ২০২০ সালের অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সর্বশেষ বৈঠকে বিশ্বকাপের সিদ্ধান্তের জন্য জুলাই পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছে আইসিসি। তাতে বিশ্বকাপের মতো ঝুলে থাকছে আইপিএলের ভাগ্যও।
নতুন খবর হচ্ছে আইসিসি সময় নেওয়ার পর চলতি বছরের শেষ দিকে আইপিএল আয়োজন নিয়ে সম্ভাব্য সকল বিকল্প নিয়ে কাজ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পরিকল্পনা হিসেবে স্টেট অ্যাসোসিয়েশনগুলোতে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।
চিঠিতে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, ভবিষ্যতের কার্যক্রম নিয়ে বোর্ড শীঘ্রই সিদ্ধান্ত নেবে। প্রয়োজনে ফাঁকা স্টেডিয়ামে আইপিএল আয়োজন নিয়েও আমরা পরিকল্পনা করছি।
চিঠির অনুযায়ী ভাষ্য, খালি স্টেডিয়ামে খেলতে চাইলেও ভারত আইপিএল আয়োজন করতে পারবে কি-না তার সম্ভাব্য সকল বিকল্প নিয়ে বিসিসিআই কাজ করছে। দর্শক, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়, ব্রডকাস্টার, স্পন্সর ও অন্যান্য স্টোক হোল্ডাররাও এ বছর আইপিএল আয়োজনের সম্ভবনা দিকে এগিয়ে রয়েছে।
সম্প্রতি আইপিএলে অংশ নেওয়া ভারতের ও অন্যান্য দেশের খেলোয়াড়েরাও এ বছরের আইপিএলে অংশগ্রহণ করতে আগ্রহী। তারা আশাবাদী বিসিসিআই শিগগিরই আইপিএলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]