কলকাতার অধিনায়ক হতে পারেন ক্রিস লিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮
কলকাতার অধিনায়ক হতে পারেন ক্রিস লিন

নিলাম শেষ, তবে এখনো কোন কোন দল তাদের নেতৃত্ব নিয়ে ভাবছেন। তেমনি হলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গত সাত বছর ধরে অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। তবে এবার তিনি আর নেই। ফলে নতুন করে নেতৃত্বদানকারী কাইকে খুঁজতে হচ্ছে।

গৌতম গম্ভীর এবার দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কত্ব করবেন। সাত বছর ধরে খেলা বাংলাদেশের সাকিব আল হাসানও এবার কলকাতায় নেই। এবার সাকিব খেলবেন হায়দরাবাদের হয়ে।

এদিকে নাইট বাহিনীর নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান ক্রিস লিন। হেড কোচ জ্যাক কালিসের কথায় এমনই ইঙ্গিত পাওয়া গেছে।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার কালিস বলেছেন, ‌‘হ্যাঁ, লিনও সম্ভাব্য অধিনায়ক হতে পারে। তবে আমরা এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেইনি। আগামী দু-এক সপ্তাহের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে।’

একাদশের আইপিএলের জন্য ফের ভারতে আসছেন কালিস। শাহরুখ খানের মালিকানাধীন দলের হেড কোচ বলেছেন, নাইট ব্রিগেডে বেশ ভারসাম্য রয়েছে। নাইট রাইডার্সের এবারের দলে শুভমান গিল, শিবম মাভি, কমলেশ নাগরকোটির মতো অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের তারকা ক্রিকেটারসহ এক ঝাঁক তরুণ রয়েছেন।

দলের এসব তরুণ খেলোয়াড়দের নিয়ে উচ্ছ্বসিত কালিস। তিনি বলেন, ‘আমাদের দলে এবার বেশ কয়েকজন তরুণকে ব্যাক-আপ হিসেবে নেওয়া হয়েছে। এ বছরের দলে সবচেয়ে ইতিবাচক দিক হলো হোম ও অ্যাওয়ে-উভয় ম্যাচের জন্যই যথাযথ ভারসাম্য রয়েছে।’

উল্লেখ্য, এবারের আইপিএল শুরু হচ্ছে আগামী ৭ এপ্রিল। কলকাতা নাইট রাইডার্সের প্রথম খেলা ৮ এপ্রিল ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

২ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনলো মুম্বাই

২ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনলো মুম্বাই

সাকিবকে কিনলো সানরাইজার্স হায়দরাবাদ

সাকিবকে কিনলো সানরাইজার্স হায়দরাবাদ

মিচেল স্টার্ককে কিনলো কলকাতা

মিচেল স্টার্ককে কিনলো কলকাতা