বর্তমানে বিশ্বে ক্রিকেটে সবচেয়ে জনপিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা খেলে থাকেন। আইপিএলে দল পাওয়ার জন্য মুখিয়ে থাকে ক্রিকেটাররা। সেখানে ভিন্ন কথা বললেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের হুসেন।
আইপিএল খেলে ক্রিকেটাররা আর্থিকভাবে লাভবান হলেও ক্রিকেটীয় দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করছেন বর্তমানের জনপ্রিয় এ ধারাভাষ্যকার। তার মতে, আইপিএল ক্রিকেট শিক্ষার জায়গা নয়, বরং এখানে একজন ক্রিকেটারের জন্য ধ্বংসের জায়গা।
ক্রিকবাজের সাথে এক আড্ডায় তিনি আরও বলেন, আইপিএল শিক্ষার জায়গা নয়, এটি শেষ করে দেওয়ার জায়গা। আইপিএল আপনাকে ক্রিকেটার হিসেবে শেষ করে দেয়। এখানে ড্রায়ার পিচে খেলে আপনাকে শিখতে সহায়তা করে, তবে ক্রিকেটার হিসেবে আপনাকে শেষ করে দেয়।
তবে আইপিএল সম্পর্কে এমন ভয়ঙ্কর কথা বললেও প্রশংসা করতেন ভুল করেননি নাসের হুসেন। বলেন, আইপিএলর ড্রেসিং রুমে যারা থাকে তাদের কাছে অনেক কিছুই শেখার আছে। সেখানে দুর্দান্ত কিছু খেলোয়াড় থাকে। এছাড়া আর মুডি, ফ্লেমিং ও পন্টিংয়ের মতো দুর্দান্ত সব কোচও থাকেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]