আইপিএল আয়োজন করতে চায় শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৪ পিএম, ১৭ এপ্রিল ২০২০
আইপিএল আয়োজন করতে চায় শ্রীলঙ্কা

ভারত জুড়ে প্রাণঘাতি করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ৩ মে পর্যন্ত দেশটিতে লকডাউনের সময়কাল বাড়ানো হয়েছে। সারাদেশে লকডাইনের সময় বৃদ্ধি করায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল।

আইপিএলের ১৩তম আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পাশাপাশি শঙ্কা জেগেছে ২০২০ সালে আদো ভারতের মাটিতে এ আসর আয়োজন হয় কিনা। এমন পরিস্থিতিতে আইপিএলের আয়োজক হতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

ভারতের তুলনায় আয়তনে নগণ্য দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় করোনার সংক্রমণ অনেকটাই কম। এখন পর্যন্ত শ্রীলঙ্কায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২৩৮ জন। মারা গেছেন ৭ জন। ফলে ভারতের চেয়ে অনেক আগে করোনামুক্ত হবে বলে আশা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শামি সিলভা ভারতীয় ক্রিকেট বোর্ডকে বলেন, টুর্নামেন্ট আয়োজনের জন্য পর্যাপ্ত ভেন্যু এবং কাঠামো দুটই রয়েছে শ্রীলঙ্কার। গোটা দ্বীপরাষ্ট্র জুড়ে বর্তমানে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি থাকলেও খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শামি সিলভা আরও বলেন, আমার মনে হচ্ছে ভারতের আগে শ্রীলঙ্কায় করোনাভাইরাস পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আর যদি সেটা হয়, তাহলে আমরা শ্রীলঙ্কায় টুর্নামেন্টটি আয়োজন করতে পারি।

শ্রীলঙ্কার এ প্রস্তাবের যথার্থ যুক্তিও আছে। এছাড়া ২০০৯ এবং ২০১৪ লোকসভা নির্বাচনের সময় বিদেশের মাটিতে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা এবং ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল।



শেয়ার করুন :


আরও পড়ুন

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল

ধোনিই সর্বকালের সেরা ফিনিশার : হাসি

ধোনিই সর্বকালের সেরা ফিনিশার : হাসি

আইপিএলের জন্য এশিয়া কাপ বাতিল মেনে নেবে না পিসিবি

আইপিএলের জন্য এশিয়া কাপ বাতিল মেনে নেবে না পিসিবি

কর্মীদের বেতন কাটলো ক্রিকেট অস্ট্রেলিয়া

কর্মীদের বেতন কাটলো ক্রিকেট অস্ট্রেলিয়া