অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৬ এপ্রিল ২০২০
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত স্থগিতের দিকেই গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। বিসিসিআইয়ের আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে ২০২০ সালে আইপিএলের আসর।

ভারতে প্রাণঘাতি করোনাভাইরাসে প্রায় ১৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এছাড়া এ সংখ্যা দিন দিন বাড়ছে। এ অবস্থায় দেশটিতে চলা লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়িয়েছে মোদি সরকার।

দেশের লকডাউনের মেয়াদ বাড়ানোর একদিন পর আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আইপিএল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতই থাকতে ২০২০ সালে আইপিএলের আসর।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহার স্বাক্ষতির বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণ, খেলোয়াড় এবং খেলার সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া বিসিসিআই-সহ ফ্র্যাঞ্চাইজি মালিক, ব্রডকাস্টার এবং স্পনসরের বিষয়ও রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং অন্যান্য রাজ্য নিয়ন্ত্রক সংস্থাগুলো নির্দেশনা মেনে চলাসহ আইপিএল নিয়ে কথা বলা হবে। সবদিকে বিবেচনা করে যখনেই টুর্নামেন্ট করার মতো পরিবেশ মনে হবে আইপিএল শুরু করা হবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের জন্য এশিয়া কাপ বাতিল মেনে নেবে না পিসিবি

আইপিএলের জন্য এশিয়া কাপ বাতিল মেনে নেবে না পিসিবি

খেলা না থাকলেও বন্ধ হয়নি ধোনিকে নিয়ে আলোচনা

খেলা না থাকলেও বন্ধ হয়নি ধোনিকে নিয়ে আলোচনা

আইপিএল না হলে ক্ষতি হবে ৩৯০০ কোটি

আইপিএল না হলে ক্ষতি হবে ৩৯০০ কোটি

আর্থিক ক্ষতি ভুলে সংহতির ডাক দিলেন অ্যারন ফিঞ্চ

আর্থিক ক্ষতি ভুলে সংহতির ডাক দিলেন অ্যারন ফিঞ্চ