আইপিএল না হলে ক্ষতি হবে ৩৯০০ কোটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৭ এএম, ২১ মার্চ ২০২০
আইপিএল না হলে ক্ষতি হবে ৩৯০০ কোটি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে থেমে গেছে গোটা বিশ্ব। স্থবির হয়ে পড়ে আছে ক্রীড়াঙ্গনও। করোনাভাইরাসের কারণে ইতোমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন টুর্নামেন্ট। এরই মাঝে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে আইপিএল। তবে শেষ পর্যন্ত যদি আইপিএল মাঠে না গড়ায় তাহলে বড় ক্ষতির মুখে পড়বে আইপিএল।

করোনা ভাইরাসের জেরে যদি শেষ পর্যন্ত আইপিএল না হয়, তা হলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হবে। সংখ্যাটা রীতিমতো চমকে দেওয়ার মতো। যার পরিমাণ ৩,৮৬৯.৫ কোটি টাকা! তার মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হবে সম্প্রচার স্বত্বে। সেই ক্ষতির পরিমাণ হল ৩,২৬৯.৫ কোটি টাকা।

সেন্ট্রাল স্পন্সরশীপ ও টাইটেল স্পন্সরশীপে ক্ষতি যথাক্রমে ২শ’ কোটি ও ৪শ’ কোটি। পুরোপুরি বন্ধ না হয়ে যদি সংক্ষিপ্ত আকারেও আইপিএল হয়, তা হলে কিছুটা ক্ষতি বাঁচানো যাবে। মরিয়া হয়ে হয়তো সেই চেষ্টাই করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

নিম্বাস কমিউনিকেশনের চেয়ারম্যান হরিশ থাওয়ানি জানিয়েছেন, আইপিএল না হলে সম্প্রচারকারী চ্যানেলই সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে। ৭৫ শতাংশ স্বত্ব কিনে নিয়েছে স্টার ইন্ডিয়া। তাদের লক্ষ্য ছিল বিজ্ঞাপন থেকেই ৩,৩০০ কোটি টাকা তুলে নেওয়া। টুর্নামেন্ট বাতিল হয়ে গেলে কিছুই পাওয়া যাবে না। অর্থাৎ বিরাট ক্ষতির মুখে পড়বে স্টার। হিসেব করে দেখা যাচ্ছে, প্রতি ম্যাচে আড়াই কোটি টাকা করে ক্ষতি হবে। টিকিট বিক্রির ব্যাপারটা তো সঙ্গে থাকছেই।

আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপর পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করা হবে দফায়-দফায়। বিদেশি ক্রিকেটারদের শেষ পর্যন্ত পাওয়া যাবে কি না, সেটা একটা বড় প্রশ্ন। ভিসার ব্যাপারে বিদেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে। এর আগে দেশে নির্বাচনের কারণে আইপিএল দক্ষিণ আফ্রিকায় হয়েছিল। এ বার সেটাও সম্ভব নয়। কারণ, গোটা বিশ্বই যে করোনা আতঙ্কে কাঁপছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিলেন ওয়ার্নার

পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিলেন ওয়ার্নার

পিসিবির ১২৮ জনই করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ

পিসিবির ১২৮ জনই করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ

এবার কোয়ারেন্টাইনে নিউজিল্যান্ডের ১৫ ক্রিকেটার-স্টাফ

এবার কোয়ারেন্টাইনে নিউজিল্যান্ডের ১৫ ক্রিকেটার-স্টাফ