ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২০২০ আসরের জন্য নিউজিল্যান্ড লেগ স্পিনার ইশ সোধিকে স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে রাজস্থান রয়্যালস।
গত মাসে অনুষ্ঠিত আইপিএল নিলামে ছেড়ে দেওয়ার আগে ২০১৮ ও ২০১৯ মৌসুমে রয়্যালসের হয়ে খেলেছেন ২৭ বছর বয়সী সোধি। রয়্যালসের হয়ে আইপিএলে আট ম্যাচে ৬.৬৯ গড়ে ৯ উইকেট শিকার করেছেন সোধি।
এক বিবৃতিতে সোধি বলেন, ‘রয়্যালসের হয়ে দুই মৌসুম খেলে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আমার গভীর একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং তারা সব সময় আমাকে সমর্থন যুগিয়েছেন। সুতরাং রয়্যালসের পক্ষ থেকে প্রস্তাব পেয়ে সুযোগটি লুফে নিতে আমি দ্বিতীয়বার চিন্তা করিনি।’
নিউজিল্যান্ডের হয়ে ৪০টি টি-২০ ম্যাচে ৪৭ উইকেট শিকার করা সোধি আরও বলেন, ‘এত তরুণ বয়সে কোচিং স্টাফে যুক্ত হওয়া আমার জন্য চমৎকার একটা সুযোগ।’
নিউজিল্যান্ডের হয়ে ১৭ টেস্ট ও ৩১ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ইশ সোধি।