ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের নিলামে নাম ছিল বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের। আইপিএল খেলা মোস্তাফিজুর রহমান ছাড়াও প্রথমবারের মতো নিলামে নাম ছিল মুশফিকুর রহিমের। তবে মোস্তাফিজসহ বাকি চারজনের কেউ কোন দল পাননি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কলকাতায় এ নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে পাঁচজনের বেশি উইকেটকিপার ব্যাটসম্যানের নাম উঠে। তবে তাদের মধ্য থেকে মাত্র দু’জন বিক্রি হয়েছেন। এছাড়া আইপিএলের বেশ কয়েকটি আসরে খেলা মোস্তাফিজও এবার দল পাননি।
অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারিকে ২.৪ কোপি রুপিতে কিনেছে দিল্লি। পার্থিব প্যাটেলকে এক কোটি কিনে আরসিবি। তবে মুশফিকের সঙ্গে অবিক্রিত থেকেছেন ওয়েস্ট ইন্ডিজের ইনফর্ম ব্যাটসম্যান শাই হোপ, শ্রীলঙ্কার কুশল পেরেরা ও ভারতের নামান ওঝা।
নিলামে চূড়ান্ত তালিকায় ছিলেন মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। তবে আইসিসির নিষেধাজ্ঞায় এবার আইপিএল নিলামে নাম ছিল না সাকিব আল হাসানের।
মোস্তাফিজের ভিত্তি মূল্য ছিল এক কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মোস্তাফিজের মূল্যই ছিল সর্বোচ্চ। এছাড়া মুশফিক এবং মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি, সাব্বির ও সাইফউদ্দিনের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার রুপি।
আইপিএলে ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার আগে ২০১৬ ও ২০১৭ আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন মোস্তাফিজ। ২০১৬ আসরে সানরাইজার্স যখন চ্যাম্পিয়ন হয়, সেবার টুর্নামেন্টের ‘দ্য ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’ হন কাটার মাস্টার। এবার তিনি দলই পাননি।
সাকিব আল হাসান নিষিদ্ধ এবং মুশফিকুর রহিম-মোস্তাফিজরা আইপিএলের কোন দল না পাওয়ায় জনপ্রিয় এ টুর্নামেন্টে এবার বাংলাদেশের কোন ক্রিকেটারই থাকছেন না।