আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৫ বাংলাদেশি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৯
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৫ বাংলাদেশি

২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৫ ক্রিকেটার স্থান পেয়েছেন। তাদের মধ্যে টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীমও রয়েছেন।

প্রাথমিকভাবে দেশি-বিদেশি মিলিয়ে ৯৯৭ জন ক্রিকেটারের নাম নিবন্ধন করলেও নিলামের জন্য চূড়ান্ত তালিকায় ৩৩২ জনের নাম অন্তর্ভুক্ত করেছে আইপিএল আয়োজকরা।

শুক্রবার (১৩ ডিসেম্বের) চূড়ান্ত করা এসব ক্রিকেটারদের নিয়ে ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) কলকাতায় বসবে নিলাম। সেখান থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের খেলোয়াড়দের দলভুক্ত করবে।

মুশফিকুর রহীম ছাড়া আইপিএলের নিলামে বাকি চার খেলোয়াড় হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য পেয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তার ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর ও মিডলঅর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহর ৭৫ লাখ এবং পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ও স্পিন অলরাউন্ডার সাব্বিরের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ৫০ লাখ রুপি।

এদিকে তালিকায় নাম থাকলেও তারা দল পাবেন কিনা তার নিশ্চয়তা নেই। কারণ, নিলাম শেষে সর্বোচ্চ ৭৩ জন খেলোয়াড় দল খুঁজে পাবেন। যার মধ্যে বিদেশি সর্বোচ্চ ২৯ জন।

৩৩২ জনের এ তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি ক্যাটাগরিতে আছেন ৭ জন বিদেশি খেলোয়াড়। তারা হলেন- অষ্ট্রেলিয়ার প্যাট কামিনস, জশ হ্যাজলউড, ক্রিস লিন, মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন এবং শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

দ্বিতীয় সর্বোচ্চ দেড় কোটি রুপি ক্যাটাগরিতে আছেন ভারতের রবিন উথাপ্পাসহ ৯ বিদেশি ক্রিকেটার। তৃতীয় সর্বোচ্চ ১ কোটি রুপি ক্যাটাগরিতে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও ভারতের পিযুষ চাওলা, ইউসুফ পাঠান এবং জয়দেব উনাদকতসহ স্থান পেয়েছে ২০ জন বিদেশি খেলোয়াড়।

সব মিলিয়ে নিলাম তালিকায় ১৮৬ জন ভারতীয়, ১৪৩ জন বিদেশি এবং ৩ জন সহযোগী সদস্য দেশের ক্রিকেটারের নাম রয়েছে। ১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় জমকালো আনুষ্টানিকতার মধ্যে শুরু হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এ ক্রিকেট লিগের নিলাম।



শেয়ার করুন :


আরও পড়ুন

১১ ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা

১১ ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা

সাকিবকে ছেড়ে দিল হায়দারাবাদ

সাকিবকে ছেড়ে দিল হায়দারাবাদ

আইপিএলে ইতিহাস তৈরি করলো পাঞ্জাব

আইপিএলে ইতিহাস তৈরি করলো পাঞ্জাব

প্রথমবারের মত কলকাতায় বসছে আইপিএল নিলাম

প্রথমবারের মত কলকাতায় বসছে আইপিএল নিলাম