বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতামূলক ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এ টুর্নামেন্টের খেলোয়াড় নিলামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার।
নাম তালিকা ভুক্তির শেষ সময় গত ৩০ নভেম্বর পর্যন্ত মোট ৯৭১ জনের নাম রয়েছে এবারের নিলামে। যার মধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৭১৩ জন এবং বাইরের ২৫৮ জন। ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) কলকাতাতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের খেলোয়াড় নিলাম।
৯৭১ জনের মধ্যে ২১৫ জনের ইতোমধ্যেই খেলার অভিজ্ঞতা রয়েছে, নতুন মুখ ৭৫৪ এবং সহযোগী দেশের রয়েছেন ২ ক্রিকেটার। ৯৭১ জনের মধ্য থেকে দলগুলো বেছে নেবে ৭৩ খেলোয়াড়।
নিলাম তালিকায় নাম থাকা বাংলাদেশ ছয় ক্রিকেটার হলেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।
তবে আইসিসি কর্তৃক নিষিদ্ধ থাকায় এবারের নিলামে নাম নেই টুর্নামেন্টের নিয়মিত খেলোয়াড় সাকিব আল হাসানের। এছাড়া সবচেয়ে বড় বিস্ময় হচ্ছে তালিকায় মুশফিক রহমানের নাম নেই।