আইপিএলে ইতিহাস তৈরি করলো পাঞ্জাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১১ অক্টোবর ২০১৯
আইপিএলে ইতিহাস তৈরি করলো পাঞ্জাব

ভারতের সাবেক প্রধান কোচ অনিল কুম্বলেকে আসন্ন মৌসুমে নিজেদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস একাদশ পাঞ্জাব।

এ নিয়োগের ফলে আইপিএল ইতিহাসে আইপিএলের একমাত্র কোচ হবেন কুম্বলে, যিনি সাবেক ভারতীয় জাতীয় দলের কোচ। কিংস একাদশ পাঞ্জাবের ভবিষ্যতে দলের ‘ক্রিকেট সংক্রান্ত সকল বিষয়ে’ দায়িত্ব পালন করবেন কুম্বলে।

পাঞ্জাব কেন্দ্রিক দলটিতে প্রধান কোচ হিসেবে মাইক হেসনের স্থলাভিষিক্ত হবেন টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি কুম্বলে। এক মৌসুম শেষে গত আগস্টে দায়িত্ব ছেড়ে দেন নিউজিল্যান্ডের হেসন।

এদিকে আইপিএলে তৃতীয় দল হিসেবে কিংস একাদশের সঙ্গে যুক্ত হচ্ছেন কুম্বলে। একজন খেলোয়াড় এবং পরবর্তীতে অধিনায়ক হিসেবে ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্সের (আরসিবি) সংঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। এরপর একই দলে মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করেন কুম্বলে।

২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সেও মেন্টর হিসেবে যোগ দেন তিনি। এরপর ২০১৬ সালের জুন মাসে এক বছরের জন্য জাতীয় দলের কোচ হিসেবে কুম্বলেকে নিয়োগ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দ্বন্দ্বের কারণে তিনি পদত্যাগ করেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের নতুন কোচ ক্রিস সিলভারউড

ইংল্যান্ডের নতুন কোচ ক্রিস সিলভারউড

টি-২০ ইতিহাসে যত হ্যাটট্রিক

টি-২০ ইতিহাসে যত হ্যাটট্রিক

নতুন বোলিং কোচ নিয়োগ দিল কলকাতা

নতুন বোলিং কোচ নিয়োগ দিল কলকাতা

পাল্টে যাচ্ছে বরিশালের ক্রিকেট স্টেডিয়াম

পাল্টে যাচ্ছে বরিশালের ক্রিকেট স্টেডিয়াম