নতুন বোলিং কোচ নিয়োগ দিল কলকাতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৬ অক্টোবর ২০১৯
নতুন বোলিং কোচ নিয়োগ দিল কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার কাইল মিলস।

১৭০ ম্যাচে ২৪০ উইকেট নিয়ে ওয়ানডেতে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে ৪০ বছর বয়সী মিলস ২০১৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়েছিলেন।

২০২০ মৌসুমের জন্য কলকাতার প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান জক ক্যালিসের স্থলাভিষিক্ত হয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। দীর্ঘ ৯ বছর পর কলকাতার দায়িত্ব ছেড়ে এ মৌসুমে চলে গেছেন ক্যালিস। ম্যাককালামের পরামর্শক হিসেবে নতুন করে আরও নিয়োগ পেয়েছেরন নাইট রাইডার্স ও অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় ডেভিড হাসি।

এ সম্পর্কে নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর এক বিবৃতিতে বলেছেন, ‘পেশাদার খেলোয়াড় ও কোচ হিসেবে এদের সবারই অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। নিজ নিজ জায়গা থেকে তারা কলকাতাকে সহযোগিতা করতে পারবে বলেই আমার বিশ্বাস।’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স ২০১২ ও ২০১৪ সালে আইপিএলের শিরোপা জিতেছিল। তবে গত বছর তারা পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথমবারের মত কলকাতায় বসছে আইপিএল নিলাম

প্রথমবারের মত কলকাতায় বসছে আইপিএল নিলাম

ভারতের কোচ না হতে পেরে ব্যাঙ্গালোরের ‘ডিরেক্টর’ হলেন মাইক হেসন

ভারতের কোচ না হতে পেরে ব্যাঙ্গালোরের ‘ডিরেক্টর’ হলেন মাইক হেসন

আইপিএলে অধিনায়ক হতে পারেন সাকিব

আইপিএলে অধিনায়ক হতে পারেন সাকিব

সহকারী নয় কলকাতার প্রধান কোচ ম্যাককালাম

সহকারী নয় কলকাতার প্রধান কোচ ম্যাককালাম