আইপএলের নিলামে বাংলাদেশের সাকিব আল হাসানকে কিনলো কিলনো সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ২ কোটি রুপি দিয়ে তাকে দলে বেরায় সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএল শুরু থেকে কলকাতায় খেলা সাকিবকে এবার ছেড়ে দেয়ায় সানরাইজার্স হায়দরাবাদ এ সুযোগটি গ্রহণ করলো।
সানরাইজার্স হায়দরাবাদের হয়েই মাঠ মাতিয়েছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার কাটার মাস্টার মোস্তাফিজ। তবে এবার তাকেও ছেড়ে দেয়া হয়েছে।
প্রতিবারের ন্যায় এবারও ব্যাঙ্গালুরুতে আইপিেএলের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছর নিলামের জন্য দলগুলোর বাজেট বৃদ্ধি করে এবার ৮০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। আগের বছরে এর পরিমাণ ছিল ৬৬ কোটি।
এবার পাঁচজন করে খেলোয়াড় ধরে রাখার অনুমোদন দেয়া হয়েছে। আর এই রেখে দেয়া পাঁচজনের তালিকা জানুয়ারির ৪ তারিখের মধ্যে আইপিএল কর্তৃপক্ষের কাছে জমা দিয়ছে আটদল।
খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে দলগুলো জাতীয় দলে খেলা সর্বোচ্চ তিনজন ভারতীয় খেলোয়াড়, দুইজন বিদেশি এবং দুজন জাতীয় দলে না খেলা ভারতীয় খেলোয়াড় রাখতে পারবে।
উল্লেখ্য, এবার ২০১৮-এর আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসহ (যারা দু’বছরের নির্বাসন কাটিয়ে এই আইপিএলে ফিরে এসেছে) ৮টা টিমই নিলামে অংশ নেবে। আইপিএল গভর্নিং বডির নতুন প্লেয়ার রিটেন পলিসির কারণে প্রতিটি দলকেই নতুনভাবে হোমওয়ার্ক করে নিয়ে এই নিলামে অংশ নিচ্ছে।