অস্ট্রেলির বামহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ককে কিনলো সাকিবকে ছেড়ে দেয়া কলকাতা। শনিবার ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯.৪ কোটি রুপি দিয়ে তাকে দলে বেরায় কলকাতা।
গতবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে খেলা এ ক্রিকেটার এর আগে আইপিএল খেলবেন না বলে তার নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে নিলাম তালিকায় তার নাম থাকার দলে নেলেন কলকাতা।
গত আসরে বল হাতে দারুণ ছন্দে ছিলেন স্টার্ক। তবে ইনজুরির কারণে পুরো আসরে খেলতে পারেননি। ফিরে যেতে হয়েছিল অস্ট্রেলিয়ায়।
ফ্র্যাঞ্চাইজিগুলোর ইচ্ছাতেই প্রতিবারের মতই এবারও ব্যাঙ্গালুরুতে আইপিেএলের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছর নিলামের জন্য দলগুলোর বাজেট বৃদ্ধি করে এবার ৮০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। আগের বছরে এর পরিমাণ ছিল ৬৬ কোটি।
এবার পাঁচজন করে খেলোয়াড় ধরে রাখার অনুমোদন দেয়া হয়েছে। আর এই রেখে দেয়া পাঁচজনের তালিকা জানুয়ারির ৪ তারিখের মধ্যে আইপিএল কর্তৃপক্ষের কাছে জমা দিয়ছে আটদল।
খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে দলগুলো জাতীয় দলে খেলা সর্বোচ্চ তিনজন ভারতীয় খেলোয়াড়, দুইজন বিদেশি এবং দুজন জাতীয় দলে না খেলা ভারতীয় খেলোয়াড় রাখতে পারবে।
উল্লেখ্য, এবার ২০১৮-এর আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসহ (যারা দু’বছরের নির্বাসন কাটিয়ে এই আইপিএলে ফিরে এসেছে) ৮টা টিমই নিলামে অংশ নেবে। আইপিএল গভর্নিং বডির নতুন প্লেয়ার রিটেন পলিসির কারণে প্রতিটি দলকেই নতুনভাবে হোমওয়ার্ক করে নিয়ে এই নিলামে অংশ নিচ্ছে।