আইপিএলের শিরোপা জিতেছে খুব বেশিদিন হয়নি। তবে এরইমধ্যে পরবর্তী আইপিএলের ভাবনা শুরু করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ট্রান্সফার উইন্ডো খোলা মাত্রই পরের মৌসুমের জন্য দল গুছিয়ে নেওয়া শুরু করে দিয়েছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি।
রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স এবার ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চতুর্থ বারের জন্য আইপিএল শিরোপা ঘরে তোলে। এর আগে তারা ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। আগামী মৌসুমের জন্য দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে দলে নিয়েছে ক্যারিবিয়ান অল-রাউন্ডার শেরফান রাদারফোর্ডকে। আর তার বদলে লেগ-স্পিনার মায়াঙ্ক মার্কান্ডেকে দিল্লি শিবিরে হস্তান্তর করেছে মুম্বাই৷
খুব কম সময়েই রাদারফোর্ড নিজেকে ক্রিকেটমহলে পরিচিত করে তুলেছেন বড় শট খেলার দক্ষতার জন্য। গত বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বার খেলতে নেমেই নজর কাড়া পারফরম্যান্স করেন। বিশেষ করে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে ৬টি ছক্কা ও ১টি চারের সাহায্যে তাঁর ১৩ বলে ৪৫ রান চমকে দেয় সবাইকে। গত ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হওয়া রাদারফোর্ড ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেয়েছেন৷
গত আইপিএল নিলামে ৪০ লাখ টাকা বেস প্রাইস থেকে দিল্লি ক্যাপিটালস রাদারফোর্ডকে কেনে ২ কোটি টাকার বিনিময়ে। মাঠে নামার খুব একটা সুযোগ না পেলেও সীমিত সময়েই ভবিষ্যতে সফল হওয়ার লক্ষণ দেখান তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ১৩ বলে ২৮ রান করার পাশাপাশি বল হাতে এ বি ডি’ভিলিয়ার্সের উইকেট তুলে নেন রাদারফোর্ড।
অন্যদিকে ২০১৮ মৌসুমে মুম্বাইয়ের হয়ে চমৎকার বোলিং করা মার্কান্ডে এবার মাত্র তিনটি ম্যাচে মাঠে নামার সুযোগ পান। আগের বার ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়ে মুম্বাইয়ের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন তিনি। তারকার ভিড়ে তাকে যথাযথ ব্যবহার করতে না পারার জন্যই মার্কান্ডেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মুম্বাই। ফলে পরের মৌসুমে তিনি অমিত মিশ্র, সন্দীপ লামিছানে, রাহুল তেওয়াটিয়াদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নামবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।