আইপিএলে তারকা খ্যাত মারকুই লিস্টে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৮ এএম, ২২ জানুয়ারি ২০১৮
আইপিএলে তারকা খ্যাত মারকুই লিস্টে সাকিব

ভারতের ব্যাঙ্গালুরুতে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে চলতি বছরের আইপিএল নিলাম। এবারের নিলামে দেশি-বিদেশি ১৬জন মারকুই খেলোয়াড়সহ ৫৭৮জন খেলোয়াড় অংশ নেবেন। এর মধ্যে বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছে মারকুই লিস্টে।

বিসিসিআই প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ১৮ জন খেলোয়াড়কে ঠিক রেখে ১৮২টি স্লটে নিলাম অনুষ্ঠিত হবে। এর মধ্যে সর্বোচ্চ রিসার্ভ মূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। ১৩জন ভারতীয়সহ ৩৬জন খেলোয়াড় শীর্ষ ব্র্যাকেটে থাকবেন।

আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বলেন, আইপিএল নিলামে একজন খেলোয়াড়কে বেছে নেবার আগে বিভিন্ন ধরনের সমীকরণ কাজ করে। আর এর মাধ্যমে পুরো নিলাম অনুষ্ঠানটি আকর্ষণীয় হয়ে উঠে।

তিনি আরও বলেন, খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে আটটি ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যেই আমাদের কাছে তাদের সম্ভাব্য লক্ষ্যের ইঙ্গিত দিয়েছে। মারকুই তালিকাটি তারকাদের নিয়ে করা হয়েছে। কিন্তু ভারতের নতুন খেলোয়াড়দের দিকে আমি তাকিয়ে আছি।

এবারের নিলামে ভারতের জাতীয় দলের জার্সি গায়ে খেলা ৬২ জন খেলোয়াড় ছাড়াও ২৯৮জন নতুন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এছাড়াও নিজ নিজ দেশের হয়ে জাতীয় দলে খেলা ১৮২ জন বিদেশি খেলোয়াড়ও আছেন। তাদের সাথে আছেন আরও ৩৪ জন বিদেশি খেলোয়াড়, যাদের এখনও জাতীয় দলে খেলার সুযোগ হয়নি। এছাড়া আইসিসির সহযোগী সদস্য দেশের দুইজন ক্রিকেটার আছেন।

মারকুই খেলোয়াড়রা হলেন
বিচন্দ্রন অশ্বীন, গৌতম গাম্ভীর, শিখর ধাওয়ান, অজিঙ্কে রাহানে, হারভাজন সিং, যুবরাজ সিং, ক্রিস গেইল, বেন স্টোকস, কেন উইলিয়ামসন, গ্লেন ম্যাক্সওয়েল, জো রুট, মিশেল স্টার্ক, ফাফ ডু প্লেসিস, ডুয়াইন ব্র্যাভো, কিয়েরন পোলার্ড ও সাকিব আল হাসান।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

মুম্বাইয়ে মোস্তাফিজকে চান শচীন

মুম্বাইয়ে মোস্তাফিজকে চান শচীন

সাকিব-ফিজের ভিত্তি মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা

সাকিব-ফিজের ভিত্তি মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা

যে কারণে সাকিবকে রাখলো না কলকাতা

যে কারণে সাকিবকে রাখলো না কলকাতা

সাকিব-মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর-হায়দরাবাদ

সাকিব-মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর-হায়দরাবাদ