ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের নিলাম শুরু হতে যাচ্ছে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি। এবারের আসরে নিলামের তালিকায় সাকিব-মোস্তাফিজসহ বাংলাদেশের ৮ ক্রিকেটার জায়গা পেয়েছেন।
এর মধ্যে নিলামের আগেই আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলস সাকিব আল হাসান ও মুম্বাই ইন্ডিয়ান্স মোস্তাফিজুর রহমানের প্রতি আগ্রহ দেখিয়েছে।
সূত্রের খবর, বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে পেতে মরিয়া দিল্লি ডেয়ারডেভিলস। অন্যদিকে একাদশ আসরে কাটার মাস্টার মোস্তাফিজকে পেতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন শচীন।
এদিকে ২০১১ সাল থেকে টানা সাত বছর সাকিব ছিলেন কলকাতায়। তবে একাদশ আসরে বিশ্বসেরা অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে কেকেআর। আইপিলে নিজের অভিষেক আসরে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জিতিয়েছিলেন মোস্তাফিজ। যদিও গত আসরে নিজেকে ততটা মেলে ধরতে পারেননি বাঁহাতি এই পেসার। যার ফলে তাকেও একাদশে রাখেনি তার পুরানো দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
এছাড়াও দারুণ ফর্মে থাকা তামিম ইকবালকে দলে ভেড়াতে নাকি তোড়জোড় শুরু করে দিয়েছেন কিংস ইলিভেন পাঞ্জাবের ফ্রাঞ্চাইজি মালিক প্রীতি জিনতা। এ তিনজনের সঙ্গে আইপিএলের ১১তম আসরের নিলামে ওঠবেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও আবুল হাসান রাজু।
উল্লেখ, সাত বছর ধরে টানা কলকাতায় খেলা সাকিব আল হাসানকে এবার ছেড়ে দিয়েছে। অন্যদিকে মোস্তাফিজকেও ছেড়ে দিয়েছে হায়দরাবাদ।