আইপিএলের ফাইনালে ক্ষুব্ধ পোলার্ডের পাগলামী

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ১০:৫৫ পিএম, ১২ মে ২০১৯
আইপিএলের ফাইনালে ক্ষুব্ধ পোলার্ডের পাগলামী

আইপিএলের ফাইনাল কাইরন পোলার্ডের কাছে যেন মামুলি কিছুই মনে হচ্ছিলো। কিংবা সতীর্থ খেলোয়াড়দের ব্যাটিং ব্যার্থতায় ক্ষুব্ধ ছিলেন পোলার্ড। এসব কারণেই হয়তো শেষ ওভারে পাগলামী করতে দেখা গেছে মুম্বাইয়ের এ ব্যাটসম্যানকে।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে রোববার টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি মুম্বাই। দুই ওপেনার রোহিত শর্মা এবং কুইন্টন ডি কক মিলে মাত্র ২৮ বলে যোগ করে ৪৫ রান। তাদের জুটি বড় লক্ষ্যের দিকেই যাচ্ছিলো।

কিন্তু ডি কক ২৯ রানে ফিরে গেলেই মুম্বাইয়ের ব্যাটিংয়ে মরদ লাগে। ইশান কিশানের ২৬ বলে ২৩ রান ছাড়া সবারই ব্যাক্তিগত সংগ্রহ বিশ রানের নিচে।

তবে মুম্বাইয়ের ব্যার্থতার দিনে ব্যাতিক্রম ছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান কাইরন পোলার্ড। কিন্তু সতীর্থ কাউকে না পেয়ে তিনি এক দল কে বেশি দূর নিয়ে যেতে পারেন নি।

ফলে হয়তো এতেই ক্ষুব্দ ছিলেন পোলার্ড। ঘটনাটি ঘটে ১৯.২ তম বলে। তখন বল করছিলেন চেন্নাইয়ের ডোয়াইন ব্রাভো। সেই বলটি হোয়াট হয়। কিন্তু আম্পায়ার হোয়াট দেয়নি। এতে এসময় হঠাৎ পোলার্ড তার হাতে থাকা ব্যাটটি বাসাতে ছুড়ে মারেন। অবশ্য ব্যাটটি কারো শরীরে মারেন নি। ছুড়ে মেরে আবার নিজেই ধরেন।

এরপর পরে বল করার জন্য ব্রাভো যখন দৌড়াচ্ছিলেন তখন পোলার্ড উইকেট থেকে সরে যান। সরে গিয়ে একে বারে হোয়াট গিয়ে দাঁড়ান। ফলে ব্রাভো বলটি আর ছোড়েন নি।

পোলার্ডের এমন অস্বাভাবিক আচারণে কারণে দুই আম্পায়ার বাধ্য হয় কয়েক সেকেন্ড খেলা বন্ধ রাখতে। দুই আম্পায়ার মিলে পোলার্ড কে বিষয়টি সর্তক। হয়তো আম্পায়াররা বার বার বুঝিয়েছেন , এটা কোন ছেলে খেলা নয়। এটা ফাইনাল। যদিও আম্পায়ারদের কথা মাঠের বাইরে থেকে আচঁ করা সম্ভব না।

এদিন ক্ষুব্ধ পোলার্ডের ব্যাট থেকে আসে ৪১ রান। এতে তিনি ২৫ বল ব্যায় করেন। ৪১ রানে ৩ ছক্কা এবং ৩টি চারের মার ছিল। শেষ পর্যন্ত মুম্বাই ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

নারী আইপিএলের ফাইনালে হেরে গেল জাহানারার দল

নারী আইপিএলের ফাইনালে হেরে গেল জাহানারার দল

দিল্লির স্বপ্ন ভেঙে ফাইনালে চেন্নাই

দিল্লির স্বপ্ন ভেঙে ফাইনালে চেন্নাই

ক্ষমা চাইলেন বিরাট কোহলি

ক্ষমা চাইলেন বিরাট কোহলি

কলকাতা নাইট রাইডার্সের উপর ক্ষুব্ধ রাসেল

কলকাতা নাইট রাইডার্সের উপর ক্ষুব্ধ রাসেল