ভারতের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ পেয়েছেন জাহানারা আলম। বৃহস্পতিবার লিগ পর্বের শেষ ম্যাচে ভেলোসিটির হয়ে অভিষেকও হয়ে গেছে তার।
অবশ্য অভিষেকের দিনে হারই সঙ্গী হয়েছে তার দলের। জয়পুরে টস হেরে প্রতিপক্ষ সুপারনোভাস ৩ উইকেটে করেছিলো ১৪২ রান। জবাবে জাহানারাদের দল ৩ উইকেট হারিয়ে থামে ১৩০ রানে। শুরুতে বল হাতে কার্যকরী কিছু করে দেখাতে পারেননি জাহানারা। ৪ ওভারে ৩৪ রান দিয়েছেন। কোনও উইকেট নিতে পারেননি।
জাহানারাদের দল ১২ রানে হেরে গেলেও ফাইনাল নিশ্চিত হয়েছে তাদের। সেখানেও প্রতিপক্ষ সুপারনোভাস। ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এখন ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষণীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা। মেয়েদের নিয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ইচ্ছা আছে আইপিএল আয়োজনের।
সেই লক্ষ্যেই গত বছর থেকে ‘উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ নামে ‘রিহার্সাল’ টুর্নামেন্ট শুরু করেছে বিসিসিআই। আইপিএলের আদলে চালু হওয়া এই প্রতিযোগিতায় আগের দুই দল- ট্রেইলব্লেজারস ও সুপারনোভাসের সঙ্গে এবার যোগ করা হয়েছে ভোলোসিটিকে। নতুন এই দলটিতেই সুযোগ পেয়েছেন জাহানারা।