হায়দরাবাদকে হারিয়ে কোয়ালিফায়ারে দিল্লি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৩ এএম, ০৯ মে ২০১৯
হায়দরাবাদকে হারিয়ে কোয়ালিফায়ারে দিল্লি

ছবি : বিসিসিআই

আইপিএলের চলমান আসরে কোয়ালিফায়ার পর্বে জায়গা করে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দরাবাদকে ২ উইকেটে হারিয়ে এ কোয়ালিফায়ার নিশ্চিত করেছে দিল্লি।

বুধবার রাতে বিশাখাপত্তমে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬২ রান করে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে এক বল হাতে রেখে জয় নিশ্চিত করে দিল্লি।

১৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৬ রান যোগ করেন পৃথ্বী'শ ও শেখর ধাওয়ান। ১৭ রান করে আউট হন ধাওয়ান। তবে পৃথ্বী’শ অর্ধশতক তুলে ৩৮ বলে ৫৬ রান করে আউট হন।

হায়দরাবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলার গতি কমে যায় দিল্লির। রিশভ পান্তের ২১ বলে ৪৯ রানে ঝড়ো ইনিংসের কল্যাণে ম্যাচে সমীকরণ সহজ হয়ে যায়। এরপর আর কোনো ব্যাটসম্যানই রানের দেখা পাননি। শেষ পর্যন্ত এক বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে দিল্লি।

হায়দরাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার, খলীল আহমেদ ও রশিদ খান ২টি এবং দীপক হুদা ১টি উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করেতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় হায়দরাবাদ। মার্টিন গাপটিল ৩৬, মানিশ পান্ডে ৩০, কেন উইলিয়ামসন ২৮, বিজয় শঙ্কর ২৫ ও মোহাম্মদ নবীর ২০ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে তারা।

দিল্লি ক্যাপিটালসের হয়ে কিমো পল ৩টি, ইশান্ত শর্মা ২টি এবং ট্রেন্ট বোল্ট ও অমিত মিশ্র ১টি করে উইকেটে নেন। ম্যাচ সেরা হয়েছেন দিল্লির রিশভ পান্ত।



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলি ভুল করায় ক্ষোভে দরজা ভাঙেন আম্পায়ার

কোহলি ভুল করায় ক্ষোভে দরজা ভাঙেন আম্পায়ার

ক্ষমা চাইলেন বিরাট কোহলি

ক্ষমা চাইলেন বিরাট কোহলি

ব্যাঙ্গালুরুর কাছে হেরে প্লে-অফে অনিশ্চিত হায়দরাবাদের

ব্যাঙ্গালুরুর কাছে হেরে প্লে-অফে অনিশ্চিত হায়দরাবাদের

ফিরেই চেন্নাইকে জেতালেন ধোনি

ফিরেই চেন্নাইকে জেতালেন ধোনি