টি-২০ খেলা বুঝি একেই বলে। ৪০ বলে ৮০, ৩৪ বলে ৯১ রান! এসব ব্যাটিং তান্ডব দেখার জন্যই হয়তো ক্রিকেট প্রেমিরা ভিড় করে গ্যালারিতে। রোববার রাতে আইপিএলের ৪৭তম ম্যাচে এমনটাই দেখলো ক্রিকেট বিশ্ব। তবে কলকাতার আন্দ্রে রাসেলের করা ৪০ বলে ৮০ রানের কাছে হেরে গেছেন ৩৪ বলে ৯১ রান করা হার্দিক পান্ডিয়ার দল মুম্বাই।
রোববার (২৮ এপ্রিল) টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র উইকেট হারিয়ে ২৩২ রানের পাহাড় গড়ে কলকাতা নাইট রাইডার্স। বিশাল এ টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৯৮ রানে থেমে যায় মুম্বাই। ফলে ৩৪ রানে জয় পায় কলকাতা।
ব্যাট হাতে দুই ওপেনার শুবমান গিল ও ক্রিস লিন দারুণ শুরু করেন। তাদের তৈরি করা শক্তিশালী ভিতের উপর দাঁড়িয়ে দাপট দেখান আন্দ্রে রাসেল। তিন নম্বরে নেমে রাসেল অপরাজিত থেকে তার ইনিংস সাজান ৮০ রানে। ৪০ বল মোকাবেলা করে এ রান করতে তিনি ৮টি ছক্কা হাঁকানোর সঙ্গে ৬টি চারের মার মারেন।
আন্দ্রে রাসেল ছাড়া দুই ওপেনার শুবমান গিল ও ক্রিস লিন যথাক্রমে ৪৫ বলে ৭৬ এবং ২৯ বলে ৫৪ রান করেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়া ও রাহুল চাহার একটি করে উইকেট নেন।
২৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি মুম্বাই। রানের খাতা না খুলেই ফিরে যান ওপেনার কুইন্টন ডি কক। মাত্র ১২ করেন অধিনায়ক রোহিত শর্মা। তিন নম্বরে নামা এভিন লুইস যোগ করেন ১৫ রান। কিছুটা হাল ধরার চেষ্টা করেন সূর্যকুমার যাদব ও কাইরন পোলার্ড। তবে দু'জনেই ২৬ ও ২০ রান করে আউট হয়ে যান।
দলের এ ভরাডুবির মধ্যে ১৭ বলে হাফ সেঞ্চুরি করেন হার্দিক পান্ডিয়া। তার ব্যাটিং স্টাইল দেখে আন্দ্রে রাসেলও অভিনন্দন জানান। তিনি খেলেন ৩৪ বলে ৯১ রানের ইনিংস। ৬টি বাউন্ডারি সঙ্গে মারেন ৯টি ওভার বাউন্ডারি। তার রান তোলোর স্টাইক রেট ছিল ২৬৭.৬৪। তবে তার এ ব্যাটিংয়েও দলের জয় নিশ্চিত হয়নি। শেষ পর্যন্ত ১৯৮ রানের থেমে যায় মুম্বাইয়ের ইনিংস। ফলে ৩৪ রানের জয় তুলে নেয় কলকাতা।
কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও হ্যারি গার্নে। ম্যাচসেরা হয়েছেন কলকাতার আন্দ্রে রাসেল।
এদিকে এ ম্যাচ জয়ে আবারও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করছে কলকাতা। তালিকায় ৫ নম্বরে থাকা কলকাতার পয়েন্ট ১২ ম্যাচে ৫ জয়ে ১০।