আইপিএল ক্যারিয়ারে সাকিব আল হাসানের সবচেয়ে কম ম্যাচ এবং বাজে পারফম্যান্স ছিল এবারের আসর। এক প্রকার খালি হাতেই দেশে ফিরেছেন তিনি। নেই বলার মতো কোন সুখকর পারফম্যান্স।
হায়দরাবাদের প্রথম ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন সাকিব। সেই ম্যাচে ব্যাট করতে না পারলেও বল করেছিলেন। তবে ৩.৪ ওভারে ৪২ রানে ১ উইকেট নেওয়ার সেই স্পেল সাকিবের মনে রাখার কোনো কারণ নেই। বরং ওই ম্যাচের পর টানা আট ম্যাচ দলের বেঞ্চে বসে থাকার তেতো স্মৃতিই তার মনে দাগ কাটার কথা।
এরপর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হায়দরাবাদ একাদশে আবারও ফেরানো হয় সাকিবকে। ওই ম্যাচেও ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে ভালোই করেছিলেন (৪-০-২৭-০)।
কিন্তু শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো করতে পারেননি সাকিব। রাজস্থানের বিপক্ষে পাঁচে ব্যাটিংয়ে নামেন সাকিব। টিকতে পারেননি বেশিক্ষণ। ১০ বলে ৯ রান করে ক্যাচ দিয়েছেন মিডউইকেট ও লং অনের মাঝে।
আর ৩.১ ওভার বল করে ওভারপ্রতি ৮.২১ গড়ে রান দিয়েছেন সাকিব। আর হায়দরাবাদের হয়ে এই তিন ম্যাচেই তাঁকে হারের মুখ দেখতে হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকায় পা রেখেছেন সাকিব। এখন আশার কথা হলো সোমবার থেকে হয়তো বাংলাদেশ দলের বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি ক্যাম্পে দেখা যেতে পারে সাকিবকে। আগামী ১ মে দলের সঙ্গেই আয়ারল্যান্ডে যাওয়ার কথা রয়েছে তার।