জফরা আর্চারের ঝড়ো ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
কলকাতার দেয়া ১৭৬ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখেই পেরিয়ে গেছে রাজস্থান। বড় লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে ৫৩ রান যোগ করেন রাজস্থানের দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও সঞ্জু স্যামসন।
রাহানে ৩৪ রান করে ফেরার পরপরই ২২ রান করে আউট হয়ে যান স্যামসন। স্টিভেন স্মিথও বেশিক্ষণ টিকতে পারেননি। তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান।
বেন স্টোকস ও স্টুয়ার্ট বিনি দেখে শুনে খেললেও ইনিংস বড় করতে পারেননি। দুজনই সাজঘরে ফিরেছেন ১১ রান করে। মিডেল অর্ডারে একপ্রান্ত আগলে রেখে ৪৭ রানের ইনিংস খেলেছে রায়ান পরাগ।
শ্রেয়াশ গোপাল ৯ বলে ১৮ ও শেষ দিকে ব্যাটিংয়ে নামা জফরা আর্চার ১২ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে রাজস্থানকে জিততে সহায়তা করেছেন।
কলকাতার হয়ে একাই ৩টি উইকেট নিয়েছেন পীযুষ চাওলা। ২টি উইকেট গেছে সুনীল নারিনের ঝুলিতে। ১টি করে উইকেট পেয়েছেন প্রশিধ কৃষ্ণ ও আন্দ্রে রাসেল।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ার প্লে'তেই দুই ওপেনার শুভমান গিল (১৪ বলে ১৪) ও ক্রিস লিনের (৩ বলে ০) উইকেট হারায় কলকাতা।
দলীয় ৪২ রানে সাজঘরে ফেরেন ২৬ বলে ২১ রান করা নিতীশ রানাও। চতুর্থ উইকেট জুটিতে দীনেশ কার্তিক এবং সুনিল নারিন যোগ করেন ২৯ বলে ৩৮ রান। ওপেনিং থেকে পাঁচ নম্বরে নামা নারিন আউট হন ৮ বলে ১১ রান করে।
পুরো আসর জুড়ে দুর্দান্ত খেলা আন্দ্রে রাসেল ফিরেছেন ১৪ বলে ১৪ রান করে। অধিনায়ক কার্তিকের ব্যাটে শেষ চার ওভারে ৬০ রান যোগ করেছে কলকাতা। তাঁর ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রানের পুঁজি পায় কলকাতা।
কার্তিক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫০ বলে ৯৭ রানের ঝড়ো ইনিংস খেলে। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৯টি ছয় ও ৭টি চারে। রাজস্থানের হয়ে ভরুন অরুন ২টি, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাট এবং ওশান থমাস নেন ১টি করে উইকেট।